shono
Advertisement

চেন খোলা থাকলে বলে দেবে ট্রাউজারই!

এবার থেকে জিপ খোলা থাকলে আপনার ফোনে ব্লু-টুথে জানিয়ে দেবে ট্রাউজারই৷ নটি-ফ্লাই প্রযুক্তির মাধ্যমে কাজ করবে এই বিশেষ ট্রাউজারটি৷ সংস্থার তরফে জানানো হয়েছে, ট্রাউজারটি বিশেষ বৈদ্যুতিন ফাইবার দিয়ে তৈরি হবে৷ The post চেন খোলা থাকলে বলে দেবে ট্রাউজারই! appeared first on Sangbad Pratidin.
Posted: 05:23 PM Jun 01, 2016Updated: 04:25 PM Jun 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরতলি থেকে ট্রেনে চেপে কলকাতায় চাকরি করতে আসে অভিষেক৷ মাল্টিন্যাশনাল কোম্পানির চাকুরে অভিষেককে প্রতিদিনই বাদুরঝোলা হয়ে আসতে হয়৷ একদিন ওই ভিড় ট্রেনেই নজরে আসে যে সকলে তাঁর দিকেই বারবার ঘুরে ঘুরে দেখছেন৷ ভিড় ট্রেনে কেন সকলে তাঁকেই দেখছেন প্রথমে বুঝতে পারেননি তিনি৷ বারবার একই ঘটনা ঘটায় সন্দেহ হয় তাঁর তাড়াহুড়োয় ট্রাউজারের চেন আটকানো আছে তো? তাকিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ৷ ট্রাউজারের কিছুটা চেন খোলা৷ অভিষেকের মতো এমন সমস্যায় অনেকেই পড়েন৷ এমন সমস্যা থেকে মুক্তি দিতে এগিয়ে এসেছে ক্যায়োটিক আরডি সংস্থা৷

Advertisement

এবার থেকে জিপ খোলা থাকলে আপনার ফোনে ব্লু-টুথে জানিয়ে দেবে ট্রাউজারই৷ নটি-ফ্লাই প্রযুক্তির মাধ্যমে কাজ করবে এই বিশেষ ট্রাউজারটি৷ সংস্থার তরফে জানানো হয়েছে, ট্রাউজারটি বিশেষ বৈদ্যুতিন ফাইবার দিয়ে তৈরি হবে৷ বৈদুতিন ফাইবার এবং সার্কিট বোর্ডের মধ্যে একটি ফেব্রিক সমৃদ্ধ সুইচ থাকবে৷ এই সুইচ থাকবে বোতাম এবং ট্রাউজারের জিপার দু’দিকেই৷ এই প্রযুক্তি অ্যাক্টিভেট করতে হলে সুইচটি অন করতে হবে৷ চেন খোলা থাকলে ব্লু-টুথের মাধ্যমে জানতে পেরে যাবেন আপনি৷

কি কিনবেন নাকি আপনি এমন টেক স্যাভি ট্রাউজার?

The post চেন খোলা থাকলে বলে দেবে ট্রাউজারই! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement