সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানসার (Cancer)। এই মারণ রোগের নাম শুনলেই সকলে শিউরে ওঠেন। কিন্তু যদি ঠিক সময়ে ধরা পড়ে, তাহলে এই ভয়ংকর অসুখকেও হারানো সম্ভব। আর এখানেই বড়সড় সাফল্যের মুখ দেখেছে আইআইটি রুরকি। তাদের দাবি, তারা এমন এক সহজ যন্ত্র বানিয়েছে, যা কেবল নিঃশ্বাস থেকে ক্যানসারকে চিহ্নিত করতে পারবে।
গবেষকদের দাবি, এই যন্ত্রের সাহায্যে স্তন, ফুসফুস ও মুখের ক্যানসারকে শনাক্ত করা যাবে। তিন বাঙালি অধ্যাপক ইন্দ্রনীল লাহিড়ী, পার্থ রায় ও দেবরূপা লাহিড়ীর নেতৃত্বে এক গবেষক দল এই যন্ত্রটি তৈরি করেছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই টাটা স্টিলের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত একটি চুক্তিও করে ফেলেছে আইআইটি রুরকি।
[আরও পড়ুন: ‘দাউদ, সঈদকে কবে ভারতের হাতে তুলে দেবেন?’ প্রশ্ন শুনেই মুখে আঙুল পাক গোয়েন্দা প্রধানের]
ঠিক কীভাবে কাজ করবে এই যন্ত্র? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় অধ্যাপক ইন্দ্রনীল লাহিড়ী জানাচ্ছেন, ”এটা একটা দ্রুত, পকেট-ফ্রেন্ডলি, সহজ যন্ত্র। এর মধ্যে কেবলমাত্র ফুঁ দিতে হবে। তারপরই যিনি ফুঁ দিলেন তিনি নিজেই দেখতে পাবেন সেখানে রঙের পরিবর্তন কীরকম হচ্ছে। এর উপরে নির্ভর করেই বলে দেওয়া যাবে ওই ব্যক্তির ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটা।” সেই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, ক্যানসার শনাক্তকরণের পরীক্ষাগুলি সবই বেশ খরচসাপেক্ষ। কিন্তু এই নয়া পরীক্ষা তুলনামূলক ভাবে অনেক সাশ্রয়ী। ফলে লাভবান হবেন গরিব ও সাধারণ মানুষরা।
মনে করা হচ্ছে, এই আবিষ্কার ফলপ্রসূ হলে ক্যানসার চিকিৎসায় নয়া দিগন্ত খুলে যেতে পারে। স্তন বা মুখের ক্যানসারে আক্রান্তের সংখ্যা অনেক। এই পরিস্থিতিতে যদি ওই ধরনের ক্যানসারের সম্ভাবনা দ্রুত ধরতে পারে যন্ত্রটি, তাহলে গ্রাম বা শহরতলির বাসিন্দারাও বিস্তারিত পরীক্ষা করিয়ে নিশ্চিত হয়ে ক্যানসারের চিকিৎসা আগে থেকে শুরু করতে পারবেন। যার ফলে সুস্থতার হারও বাড়তে পারে। সব মিলিয়ে নয়া এই আবিষ্কার ঘিরে উচ্ছ্বসিত ওয়াকিবহাল মহল। মারণ রোগকে কোণঠাসা করে ইতিহাস গড়ার স্বপ্নে বুঁদ গবেষকরা।