সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টারনেটে ছড়ানো একটি ভুয়া খবর৷ এর জেরেই ইজরায়েলকে পরমাণু হামলার হুমকি দিয়ে বসলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী খোওয়াজা মহম্মদ আসিফ৷ তাও আবার টুইট করে৷
টুইটারেই ভুয়া খবরটি প্রকাশ্যে আসে কয়েকদিন আগে৷ যাতে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে লেখায় হয়, পাকিস্তান যদি সিরিয়াতে কোনওভাবে সেনা পাঠায় তাহলে আমরা তাকে পরমাণু শক্তি দিয়ে ধ্বংস করে দেব৷ ইজরায়েলের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালোর মুখে এই কথা সাজানো হয়৷
এই সাজানো কথার জেরেই ২৩ ডিসেম্বর পাক প্রতিরক্ষামন্ত্রী টুইট করে বসেন, সিরিয়াতে দায়েশের বিরুদ্ধে পাকিস্তানের ভূমিকা নিয়ে ইজরায়েল হুমকি দিয়েছে৷ ইজরায়েল ভুলে গিয়েছে পাকিস্তানও পরমাণু শক্তিধর দেশ৷
পাক প্রতিরক্ষারমন্ত্রীর এই টুইটের পরই ইজরায়েলের বিদেশ মন্ত্রকের তরফে টুইট করে জানানো হয় তাদের প্রতিরক্ষা মন্ত্রকের নামে যে টুইটটি করা হয়েছিল৷ সেটি সম্পূর্ণ জাল৷ এমনকী মে মাসের পর থেকে প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে আর নেই মোশে৷ তাঁর স্থানে এখন সেই পদে রয়েছেন আবিগাদর লিবারম্যান৷ টাইমস অফ ইজরায়েল সংবাদপত্রে বলা হয়েছে, ইজরায়েল কখনই পরমাণু অস্ত্র থাকা বা না থাকার কথা প্রকাশ্যে বলেনি৷ ফলে পাকিস্তানকে পরমাণু অস্ত্রের হুমকি দেখানোর প্রশ্নই ওঠে না৷ সত্যতা যাচাই না করেই পাক প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্যের সমালোচনাও করেছে ইজরায়েলি সংবাদপত্র৷
The post ইজরায়েলকে পরমাণু হামলার হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর appeared first on Sangbad Pratidin.