shono
Advertisement
Uttar Pradesh

স্কুলের প্রিন্সিপালকে টেনেহিঁচড়ে চেয়ার-চ্যুত করলেন সহকর্মীরাই! উত্তরপ্রদেশের ভিডিও ভাইরাল

UPPSC পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনার সঙ্গে এই অধ্যক্ষার যোগ রয়েছে বলে অভিযোগ। তবে সহকর্মীদের এই আচরণে প্রিন্সিপাল শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন।
Published By: Sucheta SenguptaPosted: 06:10 PM Jul 06, 2024Updated: 06:40 PM Jul 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সর্বভারতীয় একাধিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা ঘিরে তোলপাড় গোটা দেশ। উত্তরপ্রদেশও জড়িয়েছে এই কেলেঙ্কারিতে। সে রাজ্যের UPPSC পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তারও হয়েছে। আর ধৃতের পরিচয় প্রকাশ্যে আসার পরই কার্যত জনরোষ আছড়ে পড়ল স্কুলের প্রিন্সিপালের উপর। শনিবার প্রয়াগরাজের এক স্কুলে ঢুকে প্রিন্সিপালকে টেনেহিঁচড়ে চেয়ার থেকে নামিয়ে দেওয়া হল! সেই চেয়ারে বসানো হল নতুন প্রিন্সিপালকে। স্কুলের মধ্যে এই বিশৃঙ্খলার ভিডিও ভাইরাল (Viral Video) হতেই শোরগোল পড়ে গিয়েছে। ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। কাঠগড়ায় স্কুলের সহশিক্ষকরা। এনিয়ে একটি মামলা দায়ের হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

গত ফেব্রুয়ারিতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) UPPSC পরীক্ষা হয়েছে। দুটি বিভাগে পরীক্ষা নেওয়া হয়। পরবর্তীতে জানা যায়, দুটি পরীক্ষারই প্রশ্ন ফাঁস (Question paper leak) হয়েছিল। তদন্তে নেমে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) বিনীত যশবন্ত নামে এক অশিক্ষক কর্মীকে গ্রেপ্তার করে। তিনি প্রয়াগরাজের এক স্কুলের কর্মী। তাঁর পরিচয় প্রকাশ্যে আসার পর স্কুলের প্রিন্সিপাল পারুলও এই ঘটনায় জড়িত বলে অভিযোগ ওঠে। স্কুল কর্তৃপক্ষ তাঁকে সরিয়ে নতুন প্রিন্সিপালকে পদে বসানোর সিদ্ধান্ত নেয়। অভিযোগ, শনিবার যখন নতুন প্রিন্সিপাল স্কুলে যোগ দিতে আসেন, তখন পারুলদেবী তাঁকে একটি ঘরে আটকে রাখেন। এর পর নিজেই অধ্যক্ষের ঘরে বসে কাজকর্ম পরিচালন করতে থাকেন।

[আরও পড়ুন: যাদবপুরের ছাত্রমৃত্যুর স্মৃতি ফেরাল স্বস্তিকার ‘বিজয়া’]

আর এই ঘটনার পরই স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা মিলে প্রিন্সিপালের (Principal) ঘরে গিয়ে কার্যত হামলা চালান! সেই ভিডিও এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। পারুলদেবীকে টেনেহিঁচড়ে চেয়ার থেকে টেনে নামানো হয়। তাঁর অফিস থেকে জোর করে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ। তিনি বাধা দিতে চাইলে দুপক্ষের মধ্যে রীতিমতো হাতাহাতি হয়েছে। পারুলদেবী স্কুলের কয়েকজনের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং হুমকির অভিযোগ দায়ের করেছেন। কিন্তু কর্তৃপক্ষের দাবি, তাঁর সমস্ত অভিযোগ মিথ্যা। নিগৃহীতা প্রিন্সিপাল প্রশ্ন ফাঁসের কাণ্ডে আদৌ জড়িত কি না, তদন্তে তা প্রমাণ হওয়ার আগে তাঁর সঙ্গে এমন আচরণ যথেষ্ট নিন্দনীয় বলেই মত ওয়াকিবহাল মহলের।

[আরও পড়ুন: বিদায় রোনাল্ডো, ইউরো মহাকাব্যে অন্তহীন পর্তুগিজ কিংবদন্তির বীরগাথা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রশ্ন ফাঁস কাণ্ডের জের, উত্তরপ্রদেশে স্কুলের অধ্যক্ষাকে হেনস্তার অভিযোগ।
  • তাঁকে ঘরে ঢুকে চেয়ার থেকে টেনেহিঁচড়ে নামানো হল!
  • ভাইরাল সেই ভিডিও।
Advertisement