সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে নয়া অবতারে আবির্ভাব রোহিতদের। নতুন জার্সিতে দ্যুতি ছড়াল টিম ইন্ডিয়া। নতুন জার্সির ছবি এর আগেই প্রকাশ্যে এসেছিল। এবার সেই জার্সিতে টস করতে নামলেন রোহিত শর্মা। আর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে (IND vs ENG) অভিষেক হতে চলেছে দুই তরুণের। যশস্বী জয়সওয়াল ও হর্ষিত রানাকে এবার ওয়ানডে জার্সিতেও দেখা যাবে। আর ওয়ানডে দলে কামব্যাক ঘটল মহম্মদ শামির। যদিও হাঁটুতে সামান্য চোট থাকায় প্রথম ম্যাচে খেলছেন না বিরাট কোহলি। টসে জিতে ইংল্যান্ড প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।
নাগপুরে ভারত-ইংল্যান্ড প্রথম ম্যাচে নজরে একাধিক বিষয়। তিন ম্যাচের সিরিজকে চ্যাম্পিয়ন্স ট্রফির 'ড্রেস রিহার্সাল' বলা হচ্ছে। রোহিত-বিরাটদের ফর্মে দিকেও চোখ রয়েছে ক্রিকেটভক্তদের। সেখানে প্রথম ম্যাচে রোহিতের ফর্মের উত্তর পাওয়া যাবে। কিন্তু হাঁটুর চোটে খেলছেন না বিরাট কোহলি। তবে তাঁর চোট গুরুতর নয় বলেই খবর। ম্যাচের আগেই দেখা যায় ডান হাঁটুতে স্ট্র্যাপ বেঁধে অনুশীলন করছেন। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচে নামা হল না।
তবে ১৪ মাস পর ওয়ানডে দলে ফিরলেন মহম্মদ শামি। ২০২৩-এ ওয়ানডে বিশ্বকাপের পর আর ওয়ানডে জার্সিতে দেখা যায়নি তাঁকে। মাঝে টি-টোয়েন্টিতে কামব্যাক করেছেন। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফিরলেন ওয়ানডেতে। এই ম্যাচে অভিষেক ঘটল দুই তরুণের। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে দুরন্ত ফর্মে ছিলেন হর্ষিত। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের সফল ব্যাটার যশস্বী। ওয়ানডেতে তাঁদের উপর ভরসা রাখলেন গম্ভীর।
অন্যদিকে যে জার্সি পরে টিম ইন্ডিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল, তার হাত ও কাঁধে গেরুয়া রং ছিল। তার উপরে ছিল সাদা দাগ। এবার নতুন ওয়ানডে জার্সিতে থাকছে চমক। কাঁধে থাকছে জাতীয় পতাকার তিন রং। লম্বা সাদা স্ট্রাইপ থাকলেও তার উপর ছড়িয়ে রয়েছে গেরুয়া, সাদা, সবুজ রং। বাকি জার্সি চিরাচরিত নীল রংয়ের। মাঝে স্পনসরের নাম-সহ গেরুয়ায় লেখা ‘ইন্ডিয়া’।
