সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খারাপ আলোর জন্য আচমকা বন্ধ ভারত-ইংল্যান্ড ম্যাচ। কটকের বরাবাটি স্টেডিয়ামের একটি ফ্লাডলাইট হঠাৎ বন্ধ হয়ে যায়। যে কারণে ম্যাচ সাময়িক বন্ধ রাখা হয়েছে। ইংল্যান্ডের ৩০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬.১ ওভারে ভারতের রান ৪৮। ব্যাট করছেন রোহিত শর্মা ও শুভমান গিল।
টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩০৪ রান করে। এই ম্যাচ জিতে ভারতের কাছে সিরিজ জয়ের সুযোগ রয়েছে। ভারতের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা ও শুভমান গিল। এবাদ পড়েছেন যশস্বী জয়সওয়াল। এই ম্যাচে রোহিত কেমন খেলেন, সেদিকে সবার নজর ছিল। আর সেখানে চেনা ছন্দে হিটম্যান। ইতিমধ্যে তিনটি ছক্কা হাঁকিয়েছেন। ১৮ বলে তাঁর রান ২৯। অন্যদিকে ১৯ বলে ১৭ রানে ব্যাট করছেন গিল।
কিন্তু তাল কাটল ষষ্ঠ ওভারে। বল করছিলেন শাকিব মাহমুদ। আচমকাই একটি ফ্লাডলাইটের আলো নিভে যায়। কিছুক্ষণ অপেক্ষার পর যদিও তা জ্বলে ওঠে। কিন্তু ফের তা নিভে যায়। স্বাভাবিকভাবেই বিরক্ত হন রোহিত। আম্পায়ারদের সঙ্গে আলোচনা করতে দেখা যায়। সেই আলোচনায় যোগ দেন শাকিব ও ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। কিছুক্ষণ পর সকলেই ড্রেসিংরুমে ফিরে যান। যান্ত্রিক ত্রুটির জন্য এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ৬ বছর পর ওয়ানডে ক্রিকেট ফিরেছে কটকের বরাবাটি স্টেডিয়ামে। তা নিয়ে উন্মাদনা কম নয়। মোবাইলের ফ্ল্যাশলাইটের আলোয় স্টেডিয়াম ভরিয়ে রেখেছিলেন দর্শকরা। তার মধ্যেই বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা। সেই সঙ্গে সার্বিক পরিকাঠামো নিয়েও প্রশ্ন তুলছেন ক্রিকেট ভক্তরা।
