shono
Advertisement

রোহিতের থেকে দূরে সরছে মুম্বই! ফ্র্যাঞ্চাইজির কাজ দেখে বিরক্ত নেটিজেনরা

রোহিতকে কি প্রাপ্য সম্মান দিচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্স?
Posted: 11:11 AM Jan 14, 2024Updated: 11:11 AM Jan 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL) দুনিয়া বড্ড অদ্ভুত। ক্রিকেটার ও তাঁদের পারফরম্যান্স মনে রাখার বালাই নেই। এখানে ফ্র্যাঞ্চাইজির কর্তারাই শেষ কথা বলে। এর জ্বলজ্যান্ত উদাহরণ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), গৌতম গম্ভীর (Gautam Gambhir)। মাস খানেক আগে এই তালিকায় নাম লিখিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)! মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) পাঁচবার আইপিএল জেতানো রোহিতকে সরিয়ে হার্দিক পাণ্ডিয়াকে (Hardik Pandya) অধিনায়ক করা হয়েছে। শোনা যাচ্ছে সেই ঘটনার পর থেকেই নাকি রোহিতের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির দুরত্ব বেড়েছে। এবার আরও একটি ঘটনা সেই বিতর্কিত ইস্যুকে উসকে দিল।

Advertisement

কিন্তু কেন রোহিত বনাম মুম্বই ইন্ডিয়ান্স ইস্যু নিয়ে ফের আলোচনা হচ্ছে? সম্প্রতি সোশাল মিডিয়াতে একটি পোস্ট করেছে মুম্বই। সেই পোস্ট নেটিজেনরা, আরও বিশদে বললে রোহিতের ভক্তরা একেবারেই মেনে নিতে পারছেন না।

[আরও পড়ুন: স্টোকসদের বিরুদ্ধে নামার আগে স্বস্তিতে কেএল রাহুল! কী সিদ্ধান্ত নিলেন রোহিত?]

 

কী এমন রয়েছে সেই পোস্টে? ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দল ঘোষণা করেছে বিসিসিআই। সেই দল ঘোষণার পরে সোশাল মিডিয়াতে একটি পোস্ট করেছে মুম্বই। সেই পোস্টে টিম ইন্ডিয়ার অধিনায়কের কোনও ছবি নেই। তিন জন ক্রিকেটারকে রাখা হয়েছে ছবিতে। তাঁরা হলেন কেএল রাহুল, জশপ্রীত বুমরাহ ও শ্রেয়স আইয়ার। এই তিন ক্রিকেটারের মধ্যে বুমরাহ শুরু থেকেই মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য। কেএল রাহুল লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক। শ্রেয়স আবার কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। অথচ ভারতীয় দলের অধিনায়ক রোহিতকেই সেই ছবি থেকে বাদ দেওয়া হল! রোহিতকে অপমান করার জন্য ক্ষোভে ফুটছে নেটিজেনরা।

এই পোস্টের পরেই জল্পনা শুরু হয়েছে। অনেকে প্রশ্ন করেছেন, কোনও দলের ছবিতে সাধারণত অধিনায়ক থাকেন। রোহিত আবার শুধু ভারতের নন, মুম্বইকেও দীর্ঘ দিন নেতৃত্ব দিয়েছেন। তাহলে তাঁর ছবি কেন বাদ দেওয়া হল? প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। হার্দিককে অধিনায়ক করার পর সোশাল মিডিয়াতে মুম্বইয়ের ফলোয়ারের সংখ্যা এক ধাক্কায় অনেক কমে গিয়েছিল। এবারও কি তেমনই কিছু ঘটতে চলেছে!

[আরও পড়ুন: হতাশ না গর্বিত? অস্ট্রেলিয়ার কাছে হেরে কী বললেন ইগর স্টিমাচ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement