shono
Advertisement
Rohit Sharma

একাই একশো রোহিত! ফর্মে ফিরলেন হিটম্যান, বিধ্বংসী ব্যাটিংয়েই দিলেন সমালোচনার জবাব

ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঝড় তুলে আশ্বস্ত করলেন দেশের ক্রিকেট ভক্তদের।
Published By: Arpan DasPosted: 08:19 PM Feb 09, 2025Updated: 09:18 PM Feb 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিরলেন, তিনি ফিরলেন। রাজার হালে ফিরলেন। বিপক্ষের মনে ভয় ধরিয়ে ফিরলেন। বহু বহু দিন পর দেখা গেল সেই চেনা হিটম্যানকে। আর রোহিত শর্মা ফর্মে ফিরলেন ঠিক মোক্ষম সময়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে। একাই একশো রোহিত। মাত্র ৭৬ বলে সেঞ্চুরি করে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের মঞ্চও তৈরি করে দিলেন।

Advertisement

সাম্প্রতিক সময়ে একেবারেই ফর্মে ছিলেন না ভারত অধিনায়ক। বর্ডার গাভাসকর ট্রফিতে সংগ্রহ মাত্র ৩১ রান। ব্যর্থ হয়েছেন ঘরোয়া ক্রিকেটে। এমনকী তাঁর অবসর নিয়েও কথা উঠতে শুরু করেছে। আর সেই সব কিছুর মুখ বন্ধ করে দিলেন তিনি।

কটকে জয়ের জন্য লক্ষ্যটা বেশ বড় রেখেছে ইংল্যান্ড। ৩০৫ রান তাড়া করতে মাঠে নামেন রোহিত ও গিল। সেখানে আগ্রাসী মেজাজে শুরু করলেন রোহিত। চার-ছক্কার বন্যায় ভাসিয়ে দিলেন বরাবাটি স্টেডিয়ামে। মাত্র ৩০ বলে হাফসেঞ্চুরি পূরণ করে ফেলেন। তখনই হাঁকিয়েছেন ৪টি চার ও ৪টি ছয়। যেন ওয়ানডে নয়, টি-টোয়েন্টি খেলছেন।

মাঝে স্টেডিয়ামের আলো নিভে যায়। কিন্তু তারপরও রোহিতের ব্যাটের আতশবাজির আলো রংমশাল ছড়িয়েছে। দেখে মনে হল, স্টান্সে কিছুটা বদল এসেছে। কিন্তু পুল শট বা ফ্লিক, এগিয়ে এসে ছক্কা কোনওটায় বদল আসেনি। সমস্ত সমালোচনা বন্ধ করে দিলেন ব্যাট দিয়েই। অবশেষে সেই বহু প্রতীক্ষিত সেঞ্চুরি। আর সেটাও এল ক্রিজ থেকে বেরিয়ে এসে ছক্কা হাঁকিয়ে, মাত্র ৭৬ বলে। আবার তার পর পরই দুটি চার মারলেন। তবে এখনও রোহিত ঝড় চলছে। এই নিয়ে ওয়ানডেতে ৩২টি সেঞ্চুরি হয়ে গেল রোহিতের। 

সেঞ্চুরির পর কোনও বাড়তি উচ্ছ্বাস নেই। হেলমেটও খুললেন না। জানেন, এখনও কাজ শেষ হয়নি। নাকি এত সমালোচনায় অভিমান? উত্তর যাই হোক না কেন, ব্যাটেই জবাব দিলেন হিটম্যান। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাম্প্রতিক সময়ে একেবারেই ফর্মে ছিলেন না ভারত অধিনায়ক।
  • বর্ডার গাভাসকর ট্রফিতে সংগ্রহ মাত্র ৩১ রান। ব্যর্থ হয়েছেন ঘরোয়া ক্রিকেটে।
  • এমনকী তাঁর অবসর নিয়েও কথা উঠতে শুরু করেছে। আর সেই সব কিছুর মুখ বন্ধ করে দিলেন তিনি।
Advertisement