সোমনাথ রায়, নয়াদিল্লি: রবিবার সন্ধ্যায় তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। অথচ শনিবার বিকাল পর্যন্ত নাকি বিরোধী শিবিরের বড় কোনও নেতাকে সেই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, কংগ্রেস তো বটেই, ইন্ডিয়া (INDIA) জোটের কোনও নেতাই নাকি এখনও আমন্ত্রণ পাননি প্রধানমন্ত্রীর শপথে।
রবিবার সন্ধে সওয়া সাতটা নাগাদ রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা শপথ নেবেন। ওই অনুষ্ঠানে দেশি-বিদেশি বহু অতিথি আমন্ত্রিত। সব মিলিয়ে সাত দেশের রাষ্ট্রনেতারা আমন্ত্রিত। অথচ বিরোধী শিবিরের কারও কাছে আমন্ত্রণ পৌছয়নি। জয়রাম রমেশের (Jairam Ramesh) দাবি, "প্রধানমন্ত্রী শপথগ্রহণ অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানাচ্ছেন, অথচ দেশের নেতাদের আমন্ত্রণ জানানোর সময় পাননি। আমাদের কাছে আমন্ত্রণ এলে ভেবে দেখব, যোগ দেওয়া হবে কিনা।" কংগ্রেস (Congress) নেতার প্রশ্ন, "মোদি মুখে বলছেন বিরোধীদের সঙ্গে নিয়ে এগোবেন। এটাই কি সঙ্গে নিয়ে এগোনর নমুনা?"
[আরও পড়ুন: কেন এখনও মোদিকে অভিনন্দন জানায়নি পাকিস্তান, খোলসা করল ইসলামাবাদ]
প্রধানমন্ত্রীর শপথে বিরোধী নেতাদের আমন্ত্রণ জানানো বরাবরের দস্তুর। সচরাচর এই ধরনের সরকারি অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র বিরোধী শিবিরের কাছে একদিন আগেই পৌঁছে যায়। তাছাড়া দেশের বিভিন্ন প্রান্তের নেতানেত্রীদের সময়মতো দিল্লি পৌছনোর জন্য একটা ব্যাপার থাকে। শেষ মুহূর্তে আমন্ত্রণপত্র এলে ইচ্ছা থাকলেও যাওয়া সম্ভব হয় না। স্বাভাবিকভাবেই শনিবার বিকাল পর্যন্ত আমন্ত্রণ পত্র না পৌঁছনোয় ক্ষুব্ধ বিরোধী শিবির।
[আরও পড়ুন: এক্সিট পোলের মাধ্যমে শেয়ার বাজারে কেলেঙ্কারির অভিযোগ, অথচ দাম বেড়েছে রাহুলের শেয়ারেরই]
যদিও রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর, প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে বিরোধীরাও আমন্ত্রিত। দ্রুতই সবার কাছে আমন্ত্রণ পত্র পৌঁছে যাবে।