নন্দিতা রায়, নয়াদিল্লি: নিট বিতর্কে উত্তাল গোটা দেশ। এবার সেই নিয়ে সংসদে সরব হবে ইন্ডিয়া জোট। জানা গিয়েছে, শুক্রবার নিট ইস্যুতে সংসদের দুই কক্ষেই মুলতুবি প্রস্তাব আনতে চলেছে বিরোধী জোট। বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ইন্ডিয়া জোটের বৈঠক ছিল। সেই বৈঠকেই লাগাতার বিরোধিতার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া জোট।
এদিন জোটের (INDIA Alliance) বৈঠকে খাড়গে ছাড়াও হাজির ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তৃণমূলের প্রতিনিধি হিসাবে বৈঠকে যোগ দেন ডেরেক ও'ব্রায়েন এবং কাকলি ঘোষ দস্তিদার। সেখানে মুলতুবি প্রস্তাব পেশ ছাড়াও আরও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে জোটের সদস্যরা। জানা গিয়েছে, সংসদে নিটের (NEET) পাশাপাশি মুদ্রাস্ফীতি, বেকারত্বের মতো ইস্যুতেও সুর চড়াবেন বিরোধীরা।
[আরও পড়ুন: মধ্যপ্রদেশের পর মহারাষ্ট্রেও মেয়েদের জন্য ‘লাডলি বহেনা’, ‘ছেলেরা বাদ কেন?’, প্রশ্ন উদ্ধবের]
এছাড়াও ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর অপব্যবহার নিয়েও সংসদে সক্রিয় হবে ইন্ডিয়া জোট। ঝাড়খণ্ড এবং দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন এই সংস্থাগুলোর হাতে। বাংলার দুই মন্ত্রীও গ্রেপ্তার হয়েছেন। সেই বিষয়গুলো মাথায় রেখেই সংসদে সরব হবে ইন্ডিয়া জোট। এছাড়াও রাষ্ট্রপতির ভাষণ, স্পিকার নির্বাচনের পদ্ধতি- সব কিছু নিয়েই বিরোধিতার কথা ভাবা হয়েছে এদিনের ইন্ডিয়া বৈঠকে।
শুক্রবার নিট নিয়ে মুলতুবি প্রস্তাব পেশ করা হবে সংসদের (Parliament) দুই কক্ষে। তার পর সোমবারও এই ইস্যুতে প্রতিবাদ চালিয়ে যাবে ইন্ডিয়া জোট। জানা গিয়েছে, অধিবেশন শুরু হওয়ার আগে সকাল সাড়ে দশটায় সংসদ চত্বরে জমায়েত হবেন ইন্ডিয়া জোটের সাংসদরা। গান্ধী মূর্তির পাদদেশে নিট ইস্যুতে প্রতিবাদ করবেন তাঁরা। উল্লেখ্য, বৃহস্পতিবার সংসদের যৌথ কক্ষে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, সর্বভারতীয় নিট পরীক্ষায় প্রশ্নফাঁস দুর্নীতি সামনে এসেছে। এই বিষয়ে আমাদের দলমত নির্বিশেষে ব্যবস্থা নিতে হবে।