সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি ২ সেকেন্ডে নির্দিষ্ট সময়ের আগে ভূমিষ্ঠ হচ্ছে একটি শিশু। প্রতি ৪০ সেকেন্ডে মারা যাচ্ছে তাদের একজন। এমনই উদ্বেগজনক তথ্য দিল রাষ্ট্রসংঘ। গর্ভাবস্থার ৩৭ সপ্তাহের আগে শিশু জন্ম নিলে সেই শিশুর জন্ম নির্ধারিত সময়ের আগেই হয়েছে বলে ধরা হয়। ২০২০ সালের হিসেব বলছে এই ধরনের শিশুজন্মের প্রায় অর্ধেকই হয় পাঁচটি দেশে। যার অন্যতম হল ভারত। বাকি দেশগুলি হল পাকিস্তান, নাইজেরিয়া, চিন ও ইথিওপিয়া। এই পরিস্থিতিকে শিশুস্বাস্থ্যের ক্ষেত্রে ‘নিঃশব্দ আপৎকালীন অবস্থা’ বলে বর্ণনা করা হয়েছে।
মঙ্গলবার এই সংক্রান্ত রিপোর্টটি পেশ করেছে রাষ্ট্রসংঘের সংস্থাগুলি ও তাদের অংশীদারেরা। সেই রিপোর্ট থেকে জানা যাচ্ছে, নির্ধারিত সময়ের আগে জন্মানো শিশুদের ৪৫ শতাংশই ওই ভারত, পাকিস্তান, নাইজেরিয়া, চিন ও ইথিওপিয়ায় জন্মাচ্ছে। সময়ের আগের জন্মানো শিশুদের ক্ষেত্রে মৃত্যুহার অধিক। সব মিলিয়ে এই পরিস্থিতিকে উদ্বেগজনক বলেও জানাচ্ছে ওই রিপোর্ট।
[আরও পড়ুন: নৃশংস! নাবালিকার ঋতুকালীন রক্তের দাগকে সঙ্গমের চিহ্ন ভেবে পিটিয়ে মারল দাদা!]
২০২০ সালে সব মিলিয়ে ১৩.৪ কোটি শিশু নির্ধারিত সময়ের আগে জন্মেছিল (Pre-term birth)। তাদের মধ্যে ১ কোটি শিশু নানা শারীরিক জটিলতার কারণে মারা গিয়েছে। অর্থাৎ প্রতি ১০টি শিশুর ১টি মারা গিয়েছে। শতাংশের বিচারে সবচেয়ে বেশি নির্দিষ্ট সময়ের আগে শিশুজন্মের ঘটনা ঘটেছে বাংলাদেশে (১৬.২ শতাংশ)। ভারতের ক্ষেত্রে তা ১৩ শতাংশ। কেন এত বেশি সংখ্যক শিশু নির্দিষ্ট সময়ের আগে জন্মাচ্ছে? চিকিৎসকদের দাবি, গর্ভাবস্থায় নানা ধরনের সমস্যা থেকেই এমনটা হতে পারে। গর্ভে একাধিক সন্তান থাকা কিংবা জরায়ু বা প্ল্যাসেন্টার গঠনগত ত্রুটির মতো নানা সমস্যায় নির্দিষ্ট সময়ের আগে জন্ম নেয় শিশু।