সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেপালের পথে ভারতে ঢুকছিল ১৪০০ কুইন্টাল চিনা রসুন। তৎপরতার সঙ্গে সেই পাচার রুখে দিলেন শুল্ক দপ্তরের আধিকারিকরা। বাজেয়াপ্ত রসুন নষ্ট করে ফেলা হয়েছে। শুল্ক দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই রসুন স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। খেলেই অসুস্থ হতে পারেন ভারতীয়রা। কিন্তু প্রশ্ন হল কোন কারণে?
সূত্রের খবর, বাজারে যে রসুন মেলে হুবহু একই রকম দেখতে এই চিনা রসুন। দুই ধরনের রসুনের মধ্যে সহজে পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। কোনও প্রাকৃতিক উপায়ে নয়, কৃত্রিমভাবে তৈরি এই রসুনে প্রাণঘাতী ছত্রাক রয়েছে। এই কারণেই বিপজ্জনক চিনা রসুনের উপর নজরদারি চালাচ্ছে শুল্ক দপ্তর। এর মধ্যেই উত্তরপ্রদেশে ভারত-নেপাল সীমান্তে আটক হয় ১৪০০ কুইন্টাল রসুন। বিপুল পরিমাণ রসুন মাটির নিচে পুঁতে দেন শুল্ক দপ্তর।
[আরও পড়ুন: একটা ইটও পোঁতা হয়নি, অর্থের অভাবে অথৈ জলে অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণ]
যদিও আধিকারিকরা সেখান থেকে চলে যেতেই রসুন পেতে হামলে পড়েন বহু মানুষ। মাটি খুড়ে রসুন পেতে স্থানীয়দের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। গত কয়েক মাসে বেশ কয়েক বার চিনা রসুন পাচার রুখে দিয়েছে শুল্ক দপ্তর।