সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যেকটি ক্ষেত্রেই ভারত জিতে যাচ্ছে- এমনই মন্তব্য করলেন আমেরিকা নিবাসী পাক (Pakistan) ব্যবসায়ী সাজিদ তারার। বিপুল পরিমাণে ঋণের পাশাপাশি রাজনৈতিক টালমাটাল- দুইয়ে মিলে একেবারে বিপর্যস্ত পাকিস্তান। এহেন পরিস্থিতিতে পাক ব্যবসায়ীর মত, সব দেশেরই ভারতকে (India) দেখে শিক্ষা নেওয়া উচিত। নিজের দেশের সম্পর্কে সাজিদ বলেছেন, খুবই দুঃখজনক অবস্থা পাকিস্তানের। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্পের দলের অন্যতম প্রধান নেতা এই পাক ব্যবসায়ী।
মঙ্গলবার তিনি বলেন, “বিশ্বের যেকোনও পরিস্থিতি থেকেই জয়ী হয়ে বেরচ্ছে ভারত। সেটা দেখে গোটা বিশ্বই শিক্ষা নিতে পারে। ব্রিকস গোষ্ঠীতে রয়েছে ভারত। একই সময়ে জি-২০ ও এসসিও বৈঠকের সভাপতিত্ব করছে। ভবিষ্যতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারে ভারত, সেই বিষয়টি খুব ভাল করেই জানেন দেশের নেতারা। চলতি মাসেই আমেরিকায় (USA) আসবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই সফরের দিকে তাকিয়ে রয়েছি আমি।”
[আরও পড়ুন: ‘সৃজিতের ছবিতে সিরাজ হচ্ছি না…’! সাফ জানালেন দেব, বিতর্কে ‘ফোড়ন’ বিরসারও]
ভারতের বিদেশনীতিরও ভূয়সী প্রশংসা করেছেন পাক ব্যবসায়ী। কয়েকদিন আগেই ভারতকে ন্যাটো প্লাস গোষ্ঠীর অন্তর্ভুক্ত করতে চেয়ে প্রস্তাব পাশ করেছিল মার্কিন কংগ্রেস। সেই প্রসঙ্গে রিপাবলিক নেতা বলেন, “ভারতের নীতি এমনই শক্তিশালী, যে আমেরিকা তাদের ন্যাটো প্লাসের অন্তর্ভুক্ত করতে চাইছে। কিন্তু ভারত তা গ্রহণ করছে না কারণ রাশিয়ার সঙ্গে তাদের মজবুত দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, সেটা নষ্ট করতে চায় না।” প্রসঙ্গত, সোমবারেই ভারতীয় গণতন্ত্রের প্রশংসা করেছিল হোয়াইট হাউস। মোদির সফরের আগে ফের ভারতের স্তুতি আমেরিকার মুখে।
একই সঙ্গে ব্যবসায়ীর মুখে শোনা যায় স্বদেশের দুর্দশার কথাও। সাক্ষাৎকারে তিনি বলেন, “পাকিস্তানের অবস্থা একেবারে ভয়াবহ। শুধু রাজনৈতিক অস্থিরতা নয়, তার সঙ্গে রয়েছে আর্থিক সংকটও। কিন্তু এই পরিস্থিতির জন্য দায়ী প্রত্যেক পাকিস্তানি। বিচারব্যবস্থা থেকে শুরু করে সরকার কেউ কোনও কাজ করছে না।” পাকিস্তানের মানুষই পারেন দেশের এই অবস্থার উন্নতি করতে, মত মার্কিন ব্যবসায়ীর।
[আরও পড়ুন: নতুন রাজ্য নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিনহাই, ছাড়পত্র দিল রাজভবন]