সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনে নতুন করে করোনা আতঙ্ক ছড়ালেও অতিমারীর দাপট ক্রমেই ক্ষীণ হচ্ছে ভারতে। পরিসংখ্যান অন্তত সে কথাই বলছে। মঙ্গলবারের রিপোর্টে দৈনিক সংক্রমণ নেমেছিল আটশোর নিচে। বুধবার সেই সংখ্যা ঊর্ধ্বমুখী হলেও টেস্টিংও বেড়েছে। স্বস্তি দিয়ে কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যা।
বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬ জন। ফলে দৈনিক পজিটিভিটি রেট গতকালের তুলনায় বেড়ে হয়েছে ০.২৩ শতাংশ। বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে ১১ হাজার ৮৭১। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার মাত্র ০.০৩ শতাংশ। তবে করোনা এখনও কেড়ে চলেছে সাধারণ মানুষের প্রাণ। রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৭১ জন। যা গতকাল ছিল ৫৮। অর্থাৎ এখনও যে ভাইরাসের বিরুদ্ধে সতর্ক থাকা প্রয়োজন, এই রিপোর্ট সে ইঙ্গিতই দিচ্ছে। দেশে কোভিডে মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ২১ হাজার ৪৮৭ জনে।
[আরও পড়ুন: নবরাত্রির সময় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, দিল্লি পুরসভার নয়া ফরমানে বিতর্ক]
তবে এসবের মধ্যেও স্বস্তিজনক দেশের সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৯৭ হাজার ৫৬৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ১৯৮ জন। সুস্থতার হার বেড়ে ৯৮.৭৬ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮৫ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন সাড়ে ১৫ লক্ষের বেশি।
বিধিনিষেধ উঠে গেলেও কোনওভাবেই যাতে সংক্রমণ মাথাচাড়া না দেয়, তার জন্য টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল যেমন দেশে ৪ লক্ষের ৮১ হাজার ৩৭৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে।