সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিওয়ালির আগে দেশের সার্বিক করোনা পরিসংখ্যানে আরও স্বস্তি। রবিবারের পর সোমবারও আরও নিম্নমুখী কোভিডগ্রাফ। বাংলাতেও আক্রান্তের সংখ্যা কমেছে বেশ খানিকটা। আলোর উৎসবের আগে যা স্বস্তি জোগাচ্ছে সকলকেই।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬০ জন। যা সোমবারের তুলনায় কিছুটা কম। কারণ, ওইদিন ২ হাজার ৪০১ জনের শরীরে ভাইরাসের উপস্থিতির কথা জানা গিয়েছিল। সংক্রমণ কমেছে ঠিকই। তবে অ্যাকটিভ কেস বেড়েছে কিছুটা। দেশের সক্রিয় করোনা রোগী বর্তমানে ২৬ হাজার ৮৩৪ জন। রবিবার সংখ্যাটা ছিল ২৬ হাজার ৬২৫ জন। এই নিয়ে পরপর দু’দিন বাড়ল অ্যাকটিভ রোগীর সংখ্যা।
[আরও পড়ুন: ‘ইতিবাচক বদল আনবে’, হিন্দিতে ডাক্তারি বই প্রকাশ নিয়ে আশাবাদী মোদি]
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ১০ জনের। তার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৮ হাজার ৯০৫ জন। মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে দেশজুড়ে বাড়ছে সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ৪০ লক্ষ ৭৫ হাজার ১৪৯ জন। সুতরাং সার্বিকভাবে দেশের করোনা পরিসংখ্যান স্বস্তি জোগাচ্ছে প্রায় সকলকেই।
এদিকে, বাংলার কোভিডগ্রাফও বেশ নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৪৫ জন। যা শনিবারের তুলনায় কিছুটা কম। মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লক্ষ ১৭ হাজার ৪ জন। করোনাকে হারিয়েছেন ১২৩ জন। সংক্রমণ কমলেও টিকাকরণে কোনও আপস করতে নারাজ কেন্দ্র ও রাজ্য সরকার। রবিবার দেশজুড়ে টিকা নিয়েছেন ১ লক্ষ ২৫ হাজার ১৩ জন। রাজ্যে টিকা পেয়েছেন ১০ হাজার ৯৬৫ জন।