shono
Advertisement
murder

পণ ফেরত চাওয়ায় মহিলাকে কুপিয়ে খুন স্বামী-ননদের! মহারাষ্ট্রে গ্রেপ্তার ২

বিরার পশ্চিমের এমবি এস্টেট এলাকায় ঘটনাটি ঘটেছে।
Published By: Saurav NandiPosted: 06:47 PM Dec 28, 2025Updated: 06:47 PM Dec 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারিবারিক বিবাদে বধূ খুন মহারাষ্ট্রের পালঘরে। পণ ফেরত চাওয়ায় তাঁকে তাঁর স্বামী এবং ননদ মিলে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগে দু'জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

বিরার পশ্চিমের এমবি এস্টেট এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতার নাম কল্পনা সোনি। ২০১৫ সালে তাঁর সঙ্গে মহেশ সোনির বিয়ে হয়। দম্পতির সাত বছরে এক কন্যাসন্তানও রয়েছে। বলিঞ্জ থানার সিনিয়র ইন্সপেক্টর প্রকাশ কাওয়ালে বলেন, "শ্বশুরবাড়ির লোকেরা কল্পনার উপর অত্যাচার চালাতেন। তাঁর উপর শারীরিক এবং মানসিক অত্যাচার চলত। তা নিয়ে বিবাদ।"

পুলিশ জানিয়েছে, শনিবারও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সেই সময় শ্বশুরবাড়ির কাছ থেকে পণ ফেরত চান কল্পনা। জানান, তিনি বাপেরবাড়িও ফিরে যাবেন। এর পরেই মহেশ এবং তাঁর বোন দীপালি কল্পনাকে মারধর করা শুরু করেন। সেই তাঁকে ছুরি দিয়ে কোপানো হয়। পরে পড়শিরাই হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

যদিও পুলিশের কাছে মহেশের দাবি, কল্পনা বাড়িতে পড়ে গিয়েছিলেন। তাতে তিনি গুরুতর চোট পান। যদিও হাসপাতাল জানিয়েছে, কল্পনার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর মৃত্যুর পর বাপেরবাড়ির পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। তার পরেই গ্রেপ্তার হন মহেশ এবং দীপালি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পারিবারিক বিবাদে বধূ খুন মহারাষ্ট্রের পালঘরে।
  • পণ ফেরত চাওয়ায় তাঁকে তাঁর স্বামী এবং ননদ মিলে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে।
  • এই অভিযোগে দু'জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
Advertisement