shono
Advertisement

যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে ভারতীয়দের ফেরাতে নয়া উদ্যোগ, শুরু ‘অপারেশন কাবেরী’

ইতিমধ্যে সুদান বন্দরে পৌঁছেছেন ৫০০ ভারতীয়।
Posted: 05:45 PM Apr 24, 2023Updated: 05:46 PM Apr 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অপারেশন বন্দে ভারত’, ‘অপারেশন গঙ্গা’র পর এবার ভারতের ‘অপারেশন কাবেরী’। যুদ্ধবিধ্বস্ত সুদানে (Sudan) আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করল বিদেশমন্ত্রক। সোমবার বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছেন, ইতিমধ্যে সুদানে আটকে থাকা ৫০০ ভারতীয় সুদান বন্দরে পৌঁছে গিয়েছেন। বাকিরা রাস্তায় রয়েছে। তাঁদের ফেরাতে জাহাজ, বিমানের ব্য়বস্থা করা হয়েছে। আর এই ঘরে ফেরানোর মিশনের নাম দেওয়া হয়েছে অপারেশমন কাবেরী।

Advertisement

আচমকাই যুদ্ধ শুরু হয়েছে আফ্রিকা মহাদেশের সুদানে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বহু ভারতীয় আটকে রয়েছে। তাঁদের দেশে ফেরানোর জন্য সৌদি আরব, ব্রিটেনের মতো একাধিক দেশের সঙ্গে কথা বলেছিল বিদেশমন্ত্রক। রাষ্ট্রসংঘের (United Nations) মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের (Antonio Guterres) সঙ্গে বৈঠকও করেন জয়শংকর। বলা হয়েছিল, প্রয়োজনে রাষ্ট্রসংঘের সাহায্যে করিডোর তৈরি করে উদ্ধার করা হবে ভারতীয়দের। এদিন থেকে সেই উদ্ধারকার্য শুরু হল।

[আরও পড়ুন: কেন সংবাদমাধ্যমের অনুষ্ঠানে বিচারপতি গঙ্গোপাধ্যায়? প্রশ্ন তুলে হাই কোর্টের ‘রোষে’ আইনজীবী]

বিদেশমন্ত্রী জানিয়েছেন, সুদানে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে শুরু হয়েছে ‘অপারেশন কাবেরী’। সুদান বন্দরে পৌঁছে গিয়েছেন ৫০০ ভারতীয়। বাকিরা রাস্তায় রয়েছে। তাঁদের বাড়ি ফেরাতে আমাদের জাহাজ, বিমান তৈরি। আটকে থাকা ভারতীয়দের ঘরে ফেরাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ইতিপূর্বে করোনা কালে বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়েছিল বিদেশমন্ত্রক। সেই অপারেশনের নাম রাখা হয়েছিল ‘অপারেশন বন্দে ভারত’। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধারকার্যের নাম রাখা হয়েছিল ‘অপারেশন গঙ্গা’। এবারের অপারেশনের নাম রাখা হয়েছে ‘অপারেশন কাবেরী’।

 

[আরও পড়ুন: সিঙ্গুরে এশিয়ার বৃহত্তম পাইকারি বাজার! প্রায় দেড় লক্ষ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement