shono
Advertisement

সন্ত্রাস মোকাবিলায় হাত মেলাল ভারত-তিউনিশিয়া

সন্ত্রাসবাদ মোকাবিলায় হাত মেলাল ভারত ও তিউনিশিয়া৷
Posted: 08:47 PM Jun 03, 2016Updated: 03:19 PM Jun 03, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদ মোকাবিলায় হাত মেলাল ভারত ও তিউনিশিয়া৷ উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি তাঁর তিউনিশিয়া সফর চলাকালীন শুক্রবার তিউনিসিয়ান প্রধানমন্ত্রী হাবিব এস্সিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন৷ ওই বৈঠকেই দুই দেশের মধ্যে একাধিক মউ স্বাক্ষরিত হয়৷ দুই দেশই একে অপরের হস্তশিল্প, তথ্য-প্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতির বিকাশকে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে৷

Advertisement

পাশাপাশি এদিনের বৈঠকে দুই দেশই সন্ত্রাসের বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়াইয়ের শপথ নিয়েছে৷ আনসারি এক যৌথ প্রেস বিবৃতিতে আজ জানিয়েছেন, “সম-মানসিকতা সম্পন্ন দুই দেশকে এক হয়ে সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে লড়াই করতে হবে৷ আজ ওই বিষয় নিয়ে সদর্থক আলোচনা হয়েছে৷” ভারত আগামী ৫ বছরে তিউনিশিয়ার ৩৫০ জন পড়ুয়াকে প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে৷ আনসারি জানিয়েছেন, “ভারত ওই পড়ুয়াদের প্রশিক্ষিত করতে পারলে গর্ববোধ করবে৷” রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পেতে তিউনিশিয়ার সহায়তার কথা ভুলবে না ভারত, আজ বিবৃতি দিয়ে এ কথা বলেন উপ-রাষ্ট্রপতি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement