সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) স্বাগত জানাল হোয়াইট হাউস (White House)। ১৯টি গান স্যালুট দেওয়া হল তাঁকে। বাজল দুই দেশের জাতীয় সংগীত। মোদি জানালেন, বিশ্বশান্তির জন্য একযোগে কাজ করবে ভারত ও আমেরিকা।
এদিন মোদিকে বলতে শোনা যায়, ”ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্কের ভিত্তি গণতান্ত্রিক মূল্যবোধের উপরে দাঁড়িয়ে। দুই দেশেরই সংবিধান শুরু হয় ‘উই দ্য পিপল’ উচ্চারণের মধ্যে দিয়ে। দুই দেশই নিজেদের বৈচিত্র নিয়ে গর্বিত। করোনা পরবর্তী যুগে পৃথিবী যেন নতুন আকার নিচ্ছে। বৈশ্বিক কল্যাণ, বিশ্বশান্তি ও স্থিতিশীলতার জন্য আমরা একযোগে কাজ করতে ঐক্যবদ্ধ।”
[আরও পড়ুন: মোদি মন্ত্রেই মাত আমেরিকা! এবার ভারতেই তৈরি হবে যুদ্ধবিমানের ইঞ্জিন]
এদিকে বাইডেনকে (Joe Biden) মোদির সঙ্গে সম্পর্ক নিয়ে বলতে শোনা গেল, ”আমি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলাম তখন থেকেই আমরা একসঙ্গে অনেক সময় একসঙ্গে কাটিয়েছি। আর আমি প্রেসিডেন্ট হওয়ার পর সত্যের ভিত্তিতে আমাদের একটা সম্পর্ক গড়ে উঠেছে। এই মুহূর্তে বিশ্ব পরিস্থিতির দিকে তাকিয়ে ভারত ও আমেরিকার একযোগে কাজ করা খুব দরকার।”
এদিকে এদিন মার্কিন প্রথা মেনে গার্ড অফ অনার দেওয়া হয় মোদিকে। ভারত ও আমেরিকা, দুই দেশের পতাকা হাতে নিয়ে কুচকাওয়াজ করে মার্কিন সেনা। মোদির সফরের আগেই তাঁদের কুচকাওয়াজের মহড়ার ভিডিও প্রকাশ্যে এসেছে। গান স্যালুট দিয়ে মোদিকে হোয়াইট হাউসে স্বাগত জানানো হয়।