shono
Advertisement

সিডনি টেস্ট: ব্যাটিংয়ের সময় হাতে চোট পেয়ে হাসপাতালে পন্থ, মাঠে নামলেন ঋদ্ধিমান

এদিন ২৪৪ রানেই শেষ হয় ভারতের প্রথম ইনিংস।
Posted: 11:12 AM Jan 09, 2021Updated: 12:25 PM Jan 09, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাটিংয়ের সময় বাঁ-হাতে গুরুতর চোট পেলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। আঘাত এতটাই গুরুতর যে স্ক্যান করার জন্য সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে ছুটতে হল হাসপাতালে। তাঁর অনুপস্থিতিতে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে উইকেটের পিছনে দাঁড়ালেন ঋদ্ধিমান সাহা।

Advertisement

এদিন ব্যাট করার সময় প্যাট কামিন্সের বাউন্সার এসে সোজা লাগে পন্থের বাঁ-হাতে। মাঠে ছুটে আসেন ফিজিও। সাময়িকভাবে ব্যথা থেকে মুক্তি পেয়ে আরও খানিকটা ব্যাট করেন। কিন্তু হ্যাজলউডের বলে ওয়ার্নারের হাতে ক্যাচ তুলে ৩৬ রান করেই প্যাভিলিয়নে ফেরেন ভারতীয় উইকেটকিপার। বিসিসিআই জানায়, পন্থের চোট কতখানি গুরুতর তা নিশ্চিত হতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্ক্যানের জন্য। স্ক্যান রিপোর্টেই স্পষ্ট হবে তরুণ তারকা চলতি টেস্টে মাঠে নামতে পারবেন কি না। একই দিনে চোট পান জাদেজাও। তাঁকে স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

[আরও পড়ুন: দু’ম্যাচে নজরকাড়া পারফরম্যান্স, মরশুমের মাঝেই ব্রাইটকে প্রস্তাব দিল এটিকে মোহনবাগান]

এদিকে এদিন প্যাট কামিন্সের ঝোড়ো বোলিংয়ের সামনে টিকতে পারেনি ভারতীয় মিডল অর্ডার। ২৪৪ রানেই শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। ৫০ রান করে পূজারা আউট হয়ে যাওয়ার পর থেকেই একে একে উইকেট পড়তে থাকে। রবীন্দ্র জাদেজা খানিকটা চেষ্টা করলেও সঙ্গ দেওয়ার আর কেউ ছিলেন না। ২৮ রানে অপরাজিত থাকেন জাদেজা। ফলে অনেকটা এগিয়ে থেকেই (৯৪ রানে) দ্বিতীয় ইনিংস শুরু করে অজিবাহিনী।

তবে শুরুতেই দুরন্ত ফর্মে থাকা মহম্মদ সিরাজ তুলে নেন পুকোভস্কির উইকেটটি। আর ওয়ার্নারের অতি মূল্যবান উইকেটটি নিয়ে অস্ট্রেলিয়ার টপ অর্ডারে জোর ধাক্কা দেন অশ্বিন। ১৩ রানেই ফিরতে হয় অজি ওপেনারকে। অস্ট্রেলিয়াকে অল্প রানের মধ্যে বেঁধে রাখাই পাখির চোখ টিম ইন্ডিয়ার বোলারদের।

[আরও পড়ুন: ছেলে না মেয়ে, কে আসতে চলেছে বিরাট-অনুষ্কার সংসারে? জানিয়ে দিলেন জ্যোতিষী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement