shono
Advertisement

ভারতে সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি পাক সেনাপ্রধানের

জন্মান্তরেও ভুলবে না ভারত, পাল্টা মারের হুমকি রাহিল শরিফের৷ The post ভারতে সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি পাক সেনাপ্রধানের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:04 PM Nov 25, 2016Updated: 11:57 AM Apr 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান৷ তারই প্রমাণ মিলল পাকিস্তানের বিদায়ী সেনাপ্রধান রাহিল শরিফের কথায়৷ ভারতকে ফের হুমকি দিয়ে তিনি বললেন, “পাকিস্তান যদি একবার সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত তা জন্ম-জন্মান্তরেও ভুলতে পারবে না৷ ভারতের কয়েক প্রজন্ম তা মনে রাখবে৷ এতই ভয়াবহ হবে সেই পাকিস্তানি আঘাত৷”

Advertisement

(মাস না পড়তেই নগদে বেতন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের!)

উল্লেখ্য, চলতি মাসেই অবসর নেবেন রাহিল শরিফ৷ তার আগে তিনি নিজের অস্তিত্ব ও ব্যক্তিত্ব জানান দিতেই এই হুমকি দিলেন বলে মনে করছেন ভারতীয় কূটনীতিকরা৷ কারণ এর আগেও মাঝেই মাঝেই ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে নানারকম আপত্তিজনক মন্তব্য করে শিরোনামে এসেছিলেন রাহিল শরিফ৷ এদিনও তিনি বলেন, “সার্জিক্যাল স্ট্রাইক কাকে বলে এবং তার পরিণাম কি ভয়াবহ হতে পারে ভারত তা হাড়ে হাড়ে বুঝবে যখন পাকিস্তান সেই সার্জিক্যাল স্ট্রাইক করবে৷ সেটা হলে ভারত তাদের স্কুলের সিলেবাসের মাধ্যমে পরবর্তী প্রজন্মকে শিক্ষা দেবে সার্জিক্যাল স্ট্রাইক কাকে বলে৷ তবে এটা আমরা (পাক সেনাবাহিনী) জানি, ভারত ২৯ সেপ্টেম্বর কোনও সার্জিক্যাল স্ট্রাইক করেনি৷ করতে পারেনি৷ সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ভারতের দাবি মিথ্যে৷ তবে সুযোগ পেলেই পাক সেনাবাহিনী ভারতকে আবার শিক্ষা দেবে৷” তাঁর সঙ্গে সুর মিলিয়ে পাক বায়ুসেনা প্রধান সোহেল আমান বলেছেন, ভারতের হুমকি ও সম্ভাব্য হামলা নিয়ে তাঁরা মোটেই চিন্তিত নন৷ ভারতের বিমানবাহিনীকে হারানোর ক্ষমতা পাকিস্তানের. আছে৷ ভারত বরং নিজেদের সংযত করুক ও কাশ্মীর সমস্যার সমাধান করুক৷

গতকাল, পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির নামে খাইবার উপজাতি এলাকায় একটি স্টেডিয়ামের উদ্বোধন করেন সেনাপ্রধান শরিফ৷ তিনি জানান, নিয়ম মেনে ২৯ নভেম্বরই তিনি অবসর নিচ্ছেন৷ মেয়াদ বাড়ানোর কোনও পরিকল্পনা তাঁর নেই৷ অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, কাশ্মীরে এখন সক্রিয় রয়েছে অন্তত দুশো জন জঙ্গি৷ এদের মধ্যে ১০৫ জন জঙ্গি পাকিস্তান থেকে অনুপ্রবেশ করেছে৷ মাচিল সেক্টরে ভারতীয় সেনাচৌকি লক্ষ্য করে হামলা চালাচ্ছে পাক জঙ্গিরা৷ নাইট ভিশন ক্যামেরায় ধরা পড়েছে তাদের সাহায্য করছে পাক সেনারা৷ ১৬ নভেম্বর থেকে ২১ নভেম্বরের মধ্যে ২৭ বার যুবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান৷

(নোট বাতিল ‘বিগ ব্ল্যাক স্ক্যান্ডাল’, সংসদে ঝড় ডেরেকের)

The post ভারতে সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি পাক সেনাপ্রধানের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement