সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্দিরে ধর্মীয় উৎসব চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা বেঙ্গালুরুতে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ১০০ ফুটের রথ। যার নিচে চাপা পড়ে প্রাণ হারালেন ২৪ বছর বয়সি যুবক। আহত হয়েছেন আরও চারজন। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

জানা গিয়েছে, বেঙ্গালুরু শহরের কাছে পারাপ্পানা অগ্রহারের রায়সান্দ্রা এলাকায় মাদ্দুরাম্মা মন্দিরে চলছিল বাৎসরিক উৎসব। শনিবার ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার মাঝেই এই অনুষ্ঠান উপলক্ষে বিরাট সংখ্যায় ভক্তের ভিড় জমেছিল মন্দির চত্বরে। অনুষ্ঠানের অংশ হিসেবে দুই বিশাল রথ টেনে নিয়ে যাচ্ছিলেন ভক্তরা। তখনই ঝোড়ো হাওয়ার জেরে বেসামাল হয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রথ। তার নিচে চাপা পড়েন এক যুবক। বিশাল রথের চাপে মৃত্যু হয় ওই যুবকের। বাকিরা কোনওভাবে প্রাণে গেলেও গুরুতর আহত হন।
এরপর দ্বিতীয় রথটিও উলটে যায় চিক্কা নাগমঙ্গলার কাছে সেখানে রাস্তার পাশে থাকা একাধিক গাড়ির উপর সেটি ভেঙে পড়ে। রথের দড়ি ধরে রাখা ভক্তদের কয়েকজন এখানে অল্পবিস্তর আহত হন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রবল বৃষ্টি ও ঝড়ের জেরে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় যে যুবকের মৃত্যু হয়েছে তাঁর নাম লোহিত। সে তামিলনাড়ুর হোসুরের বাসিন্দা। পাশাপাশি দুর্ঘটনায় আহত ১৬ বছরের এক কিশোরীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এদিকে দুর্ঘটনার জেরে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ তোলা হয়েছে আয়োজকদের অবহেলার জেরেই এই মৃত্যু। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রথ টানার জন্য প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা মেনে চলা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।