shono
Advertisement
Madhya Pradesh

স্কুলের একটি দেওয়াল রং করতে ২৩৩ মিস্ত্রি, খরচ এক লক্ষেরও বেশি! শোরগোল মধ্যপ্রদেশে

ভাইরাল হয়েছে দু’টি বিলের ছবি।
Published By: Gopi Krishna SamantaPosted: 11:52 AM Jul 06, 2025Updated: 11:52 AM Jul 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলের একটিই দেওয়াল রং হবে। তার জন্য লাগবে চার লিটার রং। আর ২৩৩ জন মিস্ত্রি! আরও নির্দিষ্ট করে বললে, ১৬৮ জন জোগাড়ে এবং ৬৫ জন রাজমিস্ত্রি! এর জন্য খরচ ১.০৭ লাখ টাকা!

Advertisement

মধ্যপ্রদেশের শাহদোল জেলায় সাকান্দি গ্রামের সরকারি স্কুলের সংখ্যা ও লোকসংখ্যার এই আনুপাতিক অঙ্কের হিসেব মেলাতে তোলপাড়। শাহদোল জেলার নিপানিয়া গ্রামের আরেকটি স্কুলে ১০টি জানালা এবং চারটি দরজা রং করার জন্য ২৭৫ জন জোগাড়ে এবং ১৫০ জন রাজমিস্ত্রি নিযুক্ত করা হয়েছিল! সেখানে ২০ লিটার রং কিনতে খরচ হয়েছে ২.৩ লক্ষ টাকা! এমনকী, কেশবচন্দ্র নাগও হয়তো এমন জটিল অঙ্ক কষতে পারবেন না। সোশাল মিডিয়ায় দুই স্কুলের বিল ভাইরাল হতেই জোর শোরগোল মধ্যপ্রদেশে। বিল দু'টিও আবার পরপর ক্রমাঙ্কের, একই দিনের। ছবিতে দেখা যাচ্ছে, দুই স্কুলেই রঙের কাজ করেছে 'সুধাকর কনস্ট্রাকশন' নামে একটি নির্মাণ সংস্থা। বিল তৈরি হয়েছে চলতি বছরের ৫ মে। নিপানিয়া গ্রামের স্কুলটির বিলে দেখা যাচ্ছে, সেটি তৈরি হওয়ার মাসখানেক আগেই তাতে অনুমোদন দিয়েছিলেন স্কুলের অধ্যক্ষ!

কিন্তু যে ভাবে বিল ছেড়েছেন স্কুল কর্তৃপক্ষ, তা নিয়ম-বহির্ভূত। নিয়ম হল, কাজ ঠিকঠাক হয়েছে কি না, তার ছবিও দিতে হয় বিলের সঙ্গে। সেই ছবি দেখে, সব কিছু যাচাই করে তবেই বিল ছাড়ার কথা স্কুল কর্তৃপক্ষের। কিন্তু এ ক্ষেত্রে তা হয়নি। বিতর্কের জেরে জেলা স্কুল পরিদর্শক ফুল সিং মারপাচি জানান, তদন্ত হচ্ছে। তিনি বলেন, "দু'টি স্কুলের বিলের ছবি ভাইরাল হয়ে গিয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে। তথ্যপ্রমাণ পেলে কড়া পদক্ষেপ করা হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্কুলের একটিই দেওয়ালে রং করতে লাগবে চার লিটার রং। আর ২৩৩ জন মিস্ত্রি!
  • আরও নির্দিষ্ট করে বললে, ১৬৮ জন জোগাড়ে এবং ৬৫ জন রাজমিস্ত্রি!
  • এর জন্য খরচ ১.০৭ লাখ টাকা!
Advertisement