shono
Advertisement
Telangana

তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১২ শ্রমিক

Published By: Gopi Krishna SamantaPosted: 01:32 PM Jun 30, 2025Updated: 04:52 PM Jun 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার সকালে ভয়াবহ বিস্ফোরণ হয় তেলেঙ্গানার একটি রাসায়নিক কারখানায়। বিস্ফোরণের পরেই আগুন লেগে যায় কারখানায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৪ জন। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানের চেষ্টা করছেন।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বিস্ফোরণের ফলে বেশ কয়েকজন শ্রমিক ১০০ মিটার দূর পর্যন্ত ছিটকে পড়েন। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ফলে কারখানার শেডটি পুরোপুরি উড়ে গিয়েছে। এমনকী বিস্ফোরণের জেরে কারখানার পাশের একটি বাড়ি ভেঙে পড়ে। আরও একটি বাড়িতে ফাটল দেখা গিয়েছে।

জানা গিয়েছে, দমকলের ১১টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে। এদিকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন জেলাশাসক ও জেলা পুলিশ সুপার। তাঁদের তদারকিতে উদ্ধারকাজ চালানো হচ্ছে। আশপাশের এলাকার মানুষদের নিরাপদস্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, কীভাবে এমন দুর্ঘটনা ঘটল সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি অগ্নিকাণ্ডের বিস্তারিত তথ্য চেয়েছেন। কারখানায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধার এবং আহতদের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার সকালে ভয়াবহ বিস্ফোরণ হয় তেলেঙ্গানার একটি রাসায়নিক কারখানায়।
  • শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।
  • আহত হয়েছেন ৩৪ জন।
Advertisement