সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনা সম্মানিত করল পাঞ্জাবের খুদে দেশপ্রেমিক শ্রবণ কুমারকে। ১০ বছরের শ্রবণ ফিরোজপুর জেলার মামদোত নামের সীমান্তবর্তী গ্রামের বাসিন্দা। তাকেই 'কনিষ্ঠতম অসামরিক যোদ্ধা'র সংবর্ধনা দেওয়া হল। কিন্তু শ্রবণকে কেন এই সম্মান পেল?
গত ২২ এপ্রিল পহলেগাঁও হামলার পর পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিতে হামলা চালায় ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরের এই অভিযানের পরেই ভারত-পাক সংঘর্ষ শুরু হয়। সেই সময় পাক সীমান্তবর্তী রাজ্য জম্মু-কাশ্মীর, রাজস্থান, গুজরাটের পাশাপাশি পাঞ্জাবেও ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছিল পাকিস্তান। পালটা জবাব দিচ্ছিল ভারতীয় সেনাও। সেই সময়ে সীমান্তে মোতায়েন ভারতীয় যোদ্ধাদের বারবার খাবার, পানীয় জল, লস্যি, বরফ পৌঁছে দেয় দশ বছরের শ্রাবণ কুমার। নিঃস্বার্থে এই কাজ করার জন্যই তাকে ‘ইয়ংগেস্ট সিভিল ওয়ারিয়র’ সম্মান দিল ভারতীয় সেনা।
৭ নং পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল রঞ্জিত সিং মানরাল খুদেকে বিশেষ সংবর্ধনা দেন। স্বভাবই আনন্দে আপ্লুত শ্রবণের পরিবার। তার বাবা সোনা সিং বলেন, "দু’দেশের সামরিক সংঘর্ষের সময় সীমান্তের কাছের আমাদের জমি থেকেই জওয়ানেরা পাকিস্তানকে লাগাতার জবাব দিচ্ছিলেন। সেনাদের খুব কাছ থেকে দেখে উৎসাহিত হয় শ্রবণ। জওয়ানদের যাতে কোনও রকম কষ্ট না হয়, তাই শ্রবণ নিজেই পানীয় জল, খাবার, লস্যি, বরফ পৌঁছে দিয়েছিল। আমরাও ওকে আটকাইনি।" খুদে শ্রবণ জানিয়ে দিয়েছে, বড় হয়ে সেনাই হবে সে, দেশের হয়ে লড়াই করবে।
