shono
Advertisement

Breaking News

Uttar Pradesh

সুইমিং পুলের ধারে লুটিয়ে পড়ল কিশোর, সাঁতার কেটে উঠেই মৃত্যু! ভাইরাল ভিডিও

ঘটনার পরেই পলাতক সুইমিং পুলের ম্যানেজার।
Published By: Kishore GhoshPosted: 03:52 PM Jun 22, 2024Updated: 03:56 PM Jun 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিম করতে করতে, নাচতে নাচতে, খেলার মাঠে একাধিক আকস্মিক মৃত্যুর ঘটনা দেখা গিয়েছে সাম্প্রতিক অতীতে। এবার সুইমিং পুলে বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর জল থেকে উঠে লুটিয়ে পড়ল এক কিশোর। সুইমিং পুলের ধারেই মৃত্যু হল তার। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মিরাটের এই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে আতঙ্কিত নেটিজেনরা। কিশোরের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।

Advertisement

সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, সুইমিং পুলের ধারে অনেকেই সাঁতারের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন। জলেও রয়েছেন কেউ কেউ। এক কিশোর সাঁতার কেটে জল থেকে উঠে কিছু দূর এগোতেই আচমকা চিত হয়ে পড়ে যায়। তাকে ওভাবে পড়তে দেখে কাছে ছুটে যান কয়েক জন। তাকে তোলার চেষ্টা করা হয়। কিন্তু কিশোর সাড়া দেননি।

 

[আরও পড়ুন; ‘বাচ্চা চুরি করতে এসেছিস’, বলেই ইদের মেলায় যুবককে গণধোলাই, বারাসতের পর এবার বারাকপুর]

পুলিশ জানিয়েছে, ১৫ বছরের কিশোর মিরাটের ওই সুইমিং পুলে নিয়মিত সাঁতার কাটতে আসত। এদিন জল থেকে উঠে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়তে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা জানান, ইতিমধ্যে তার মৃত্যু হয়েছে। এদিকে কিশোরের মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়ানোয় সুইমিং পুলটিকে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পুলিশ। সেখানকার ম্যানেজার পলাতক বলে জানা গিয়েছে।

 

[আরও পড়ুন: গার্স্টিন প্লেসে পুড়ে ছাই মামলার নথি, দমকল মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ আইনজীবীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৫ বছরের কিশোর মিরাটের ওই সুইমিং পুলে নিয়মিত সাঁতার কাটতে আসত।
  • কিশোরের মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়ানোয় সুইমিং পুলটিকে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পুলিশ।
Advertisement