shono
Advertisement
Haryana

প্রেমিকা ৭ মাসের অন্তঃসত্ত্বা, খুন করে মাটিতে পুঁতল প্রেমিক!

মূল অভিযুক্ত সেলিম-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published By: Biswadip DeyPosted: 09:07 AM Dec 08, 2024Updated: 09:07 AM Dec 08, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিকা ৭ মাসের অন্তঃসত্ত্বা। সেই তরুণীকে খুন করে দেহ মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল ১৯ বছরের এক তরুণের বিরুদ্ধে। হরিয়ানার সোনপতে চাঞ্চল্য ছড়িয়েছে এমন এক ঘটনাকে কেন্দ্র করে। ওই তরুণ-সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

ঠিক কী হয়েছিল? পুলিশের দাবি, গত ২১ অক্টোবর ১৯ বছরের তরুণীর বাড়ির লোক থানায় নিখোঁজ ডায়রি করেন। তদন্তে নেমে প্রাথমিক তদন্ত থেকেই জানা যায়, তরুণীর প্রেমিক সেলিম ওরফে সঞ্জু তাঁর দুই বন্ধু সোহিত ও পঙ্কজের সঙ্গে মিলে ওই তরুণীকে অপহরণ করেছে। এর পর তাঁকে খুন করে দেহ মাটিতে পুঁতে দেয় তারা। গত ২৪ অক্টোবরই পুলিশ গ্রেপ্তার করে মূল অভিযুক্ত সেলিম ও তার বন্ধু অপর অভিযুক্ত পঙ্কজকে। কিন্তু সোহিত পালিয়ে যায়। এতদিন তারই সন্ধানে চলছিল তল্লাশি। অবশেষে খোঁজ মেলে তার।

বিশেষ সূত্রে খবর পেয়ে রোহতক থেকে গ্রেপ্তার করা হয়েছে সোহিতকে। জিজ্ঞাসাবাদের পর সে নিজের অপরাধ কবুল করেছে বলে দাবি পুলিশের। জানিয়েছে, সেলিম ঘটনার দিন তার কাছে এসে ওই তরুণীকে খুনে সাহায্য চায়। এর পরই তারা তিনজন মিলে ওই হত্যাকাণ্ড ঘটায় বলে দাবি সোহিতের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রেমিকা ৭ মাসের অন্তঃসত্ত্বা। সেই তরুণীকে খুন করে দেহ মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল ১৯ বছরের এক তরুণের বিরুদ্ধে।
  • হরিয়ানার সোনপতে চাঞ্চল্য ছড়িয়েছে এমন এক ঘটনাকে কেন্দ্র করে।
  • ওই তরুণ-সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Advertisement