সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকা থেকে 'ভূত' তাড়াতেই নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর শুরু করেছে দেশজুড়ে, বারবার এমন দাবি করেছেন বিজেপি নেতারা। আক্রমণ করা হয়েছে বিরোধী দলগুলিকে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনুপ্রবেশ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অথচ রেকর্ড সংখ্যক ভোটার বাদ পড়ল কিনা বিজেপিশাসিত উত্তরপ্রদেশেই! যোগীরাজ্যে খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে ২ কোটি ৮৯ লক্ষ ভোটার, খবর নির্বাচন কমিশন সূত্রে। এর মধ্যে ৪৬ লক্ষ মৃত ভোটার বলে জানা গিয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, এই মুহূর্তে উত্তরপ্রদেশে 'বৈধ' ভোটারের সংখ্যা ১২ কোটি ৫৫ লক্ষ ৫৬ হাজার ২৫ জন। যা ২০২৫-এর অক্টোবরে ছিল ১৫ কোটি ৪৪ লক্ষ মতো। অর্থাৎ কিনা খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে ২.৮৯ কোটি ভোটার। বাদ পড়া ভোটারদের মধ্যে ২.১৭ কোটি স্থানান্তরিত। অর্থাৎ কিনা তাঁরা বর্তমানে সেই স্থানে থাকেন না, যেখানকার ভোটার তালিকায় তাঁদের নাম রয়েছে। তাঁরা কি আদৌ উত্তরপ্রদেশের বাসিন্দা? উঠছে প্রশ্ন। অন্যদিকে ৪৬.২৩ লক্ষ মৃত ভোটার অর্থাৎ কিনা প্রকৃতপক্ষে 'ভূত' বাদ পড়েছে। এছাড়াও ২৫.১৭ লক্ষ এমন ভোটারের নাম বাদ পড়েছে, যাঁদের একাধিক স্থানের ভোটার তালিকায় নাম রয়েছে।
এসআইআর নিয়ে হইচইয়ের মধ্যে বিরোধী দলগুলি অভিযোগ করছিল, এক রাজ্যের ব্যক্তির নাম অন্য রাজ্যের ভোটার তালিকায় ঢোকাচ্ছে বিজেপি। উদ্দেশ্য হল, যেখানে সমর্থন নেই সেখানে দলের ভোট বাড়ানো। এখন দেখা যাচ্ছে খোদ উত্তরপ্রদেশে খসড়া তালিকা থেকে বাদ পড়েছে ২.১৭ কোটি স্থানান্তরিত ভোটার। কোটি কোটি 'ভূতুড়ে' ভোটার কোথা থেকে এল? প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি। অন্যদিকে বাংলায় অনুপ্রবেশের কারণে শাসক তৃণমূলের ভোট বেড়েছে, এহেন ইঙ্গিত করেও নিজেদের পাতা ফাঁদে পা আটকালো গেরুয়া শিবিরের। কারণ পশ্চিমবঙ্গে যেখান খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটার আট শতাংশের কম, যোগী আদিত্যনাথের রাজ্যে তা প্রায় ১৮ শতাংশে দাঁড়াল। এখানেই শেষ নয়, উত্তরপ্রদেশে খসড়া তালিকা প্রকাশে বারবার বাধা পড়েছে যোগী সরকারের আপত্তিতে। তারপরেও তালিকায় প্রায় তিন কোটি 'ভূতুড়ে' ভোটারের খোঁজ মিলল! সব মিলিয়ে অস্বস্তি বাড়ল বিজেপি।
