shono
Advertisement
Tripura

ত্রিপুরা সীমান্ত হয়ে লক্ষাধিক টাকার ভায়াগ্রা পাচারের চেষ্টা, বিএসএফের গুলিতে মৃত্যু ২ পাচারকারীর

১৪-১৫ লক্ষ টাকার ভায়াগ্রা  উদ্ধার করেছে বিএসএফ।
Published By: Gopi Krishna SamantaPosted: 04:57 PM Jul 27, 2025Updated: 04:57 PM Jul 27, 2025

প্রণব সরকার, আগরতলা: ত্রিপুরা সীমান্তে পাচারকারীদের সঙ্গে গুলির লড়াই BSF-এর। সীমান্তরক্ষী বাহিনার ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে দুই পাচারকারীর। ঘটনাস্থল থেকে ১৪-১৫ লক্ষ টাকার ভায়াগ্রা  উদ্ধার করেছে বিএসএফ।

Advertisement

বিএসএফ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ত্রিপুরা সীমান্ত হয়ে বিপুল পরিমাণ ভায়াগ্রা ট্যাবলেট পাচার করার চেষ্টা করছিল অভিযুক্তরা। সেই সময় ওই এলাকায় টহল দিচ্ছিলেন BSF জওয়ানরা। পাচারকারীদের বাধা দিতে গেলে হামলা চালায় তারা। এরপরই পালটা গুলি চালায় BSF। সেই গুলির লড়াইয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পাচারকারীর। বাকি গুলিবিদ্ধ দু’জন কাঁটাতার পেরিয়ে পালিয়ে যায়। সূত্রের খবর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এক পাচারকারীর। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন অপরজন। মৃত দুই পাচারকারীর নাম মিল্লাত ও লিটন। দু’জনেরই বাড়ি বাংলাদেশের বাঁশপদুয়ার এলাকায়। আহত ব্যক্তির নাম আফসার।

এই ঘটনার পর থেকেই ত্রিপুরা সীমান্তে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। ফলে বাড়ানো হয় সীমান্ত এলাকার নিরাপত্তা। বাড়তি টহল দিতে দেখা যায় সীমান্তরক্ষী বাহিনীকে। বিএসএফের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, গুলি লাগার পরই ভারতীয় সীমান্তে লুটিয়ে পড়েন এক পাচারকারী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বাকী অভিযুক্তরা পালিয়ে যায়। পরে বাংলাদেশের একটি হাসপাতালে মৃত্যু হয় একজনের। তিনি আরও জানিয়েছেন, ঘটনাস্থলেই মৃত্যু হওয়া পাচারকারীর দেহ ময়নাতদন্তের পর ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে BGB- হাতে তুলে দেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ত্রিপুরা সীমান্তে পাচারকারীদের সঙ্গে গুলির লড়াই BSF-এর।
  • সীমান্তরক্ষী বাহিনার ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে দুই পাচারকারীর।
  • ঘটনাস্থল থেকে ১৪-১৫ লক্ষ টাকার ভায়াগ্রা  উদ্ধার করেছে বিএসএফ।
Advertisement