shono
Advertisement
Awantipora encounter

কাশ্মীরে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই, এনকাউন্টারে খতম ৩ জেহাদি

জম্মু ও কাশ্মীর থেকে সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলতে লাগাতার চলছে অভিযান।
Published By: Subhajit MandalPosted: 10:21 AM May 15, 2025Updated: 01:13 PM May 15, 2025

সোমনাথ রায়, কাশ্মীর: সোপিয়ানের পর অবন্তীপোরা। ফের কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াই। সেনার অভিযানে অন্তত ৩ জেহাদির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

Advertisement

পহেলগাঁও হামলার পর থেকেই উপত্যকাজুড়ে জঙ্গিদের খুঁজতে কার্যত চিরুনিতল্লাশি শুরু করেছে নিরাপত্তারক্ষীরা। জম্মু ও কাশ্মীর থেকে সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলতে লাগাতার চলছে অভিযান সন্ত্রাসযোগের অভিযোগে শতাধিক সন্দেহভাজনকে গেপ্তার করে জিজ্ঞাসাবাদের পাশাপাশি খতম করা হয়েছে একাধিক জঙ্গিকে। বস্তুত কাশ্মীরে লুকিয়ে থাকা জেহাদিদের খুঁজে খুঁজে মারা হচ্ছে।

বৃহস্পতিবার ভোরেও গোপন সূত্রে খবর পেয়ে অবন্তীপোরায় অভিযান শুরু করে কাশ্মীর পুলিশ এবং সেনার যৌথ বাহিনী। মূলত ত্রাল এবং নাদার এলাকায় গুলির লড়াই চলে। ওই এলাকায় অন্তত ৩ জেহাদি লুকিয়ে ছিল। বেশি কয়েক ঘণ্টা গুলির লড়াই চলার পর ২ জেহাদিকে নিকেশ করেছে সেনা। সেনা সূত্রের খবর, নিকেশ হওয়া জেহাদিদের মধ্যে অন্যতম আসিফ সেখ। সে জইশ ই মহম্মদের সঙ্গে যুক্ত ছিল। আমির নাজির ওয়ানি এবং ইয়াওয়ার ভাট নামের আরও দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। সেনার তরফে এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

একদিন আগেই সোপিয়ানে বড়সড় অভিযান চালিয়ে ৩ জেহাদিকে নিকেশ করেছে সেনা। মঙ্গলবার সোপিয়ানের জিনপাথের কেল্লের জঙ্গলঘেরা এলাকায় জঙ্গিদের উপস্থিতির গোপন খবর পেয়ে গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। এই অবস্থায় পিছু হঠার জায়গা না পেয়ে মরিয়া হয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় সেনাও। দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াই চলার পর তিন লস্কর জঙ্গির মৃত্যু হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোপিয়ানের পর অবন্তীপোরা। ফের কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াই।
  • সেনার অভিযানে অন্তত ২ জেহাদির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
  • সেনার তরফে এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
Advertisement