shono
Advertisement

বিশেষ চপারে মণিপুর যাচ্ছেন INDIA জোটের প্রতিনিধিরা, দলে অধীর চৌধুরী, সুস্মিতা দেব-সহ ২০

দু'দিনের সফরে মণিপুর যাচ্ছেন তাঁরা।
Posted: 05:40 PM Jul 28, 2023Updated: 06:58 PM Jul 28, 2023

সংবাদ প্রতিদিন ব্যুরো: শনিবারই অগ্নিগর্ভ মণিপুরে যাচ্ছেন INDIA জোটের প্রতিনিধিরা। পূর্বঘোষিত সূচি অনুযায়ী সকাল ৯ টা নাগাদ রওনা হবে ২০ সদস্যের প্রতিনিধিদল। নিরাপত্তা সংক্রান্ত বিষয় মাথায় রেখে বিশেষ চপারে সেখানে যাওয়া হচ্ছে। কংগ্রেসের সংসদীয় দলনেতা অধীররঞ্জন চৌধুরর নেতৃত্ব তৃণমূলের (TMC) তরফে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব-সহ বিভিন্ন বিরোধী দলের প্রতিনিধিরা যাচ্ছেন মণিপুর (Manipur) সফরে। এছাড়া মোট ১৬ টি দলের ২০ জন প্রতিনিধি পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন। তবে কোনও দলের কোনও মুখ্যমন্ত্রী নেই বলেই খবর।

Advertisement

সূত্রের খবর, শনিবার সকাল ৮.৫৫ নাগাদ বিশেষ চপারে (Chopper) রওনা হবেন তাঁরা। কংগ্রেসের (Congress) তরফে অধীররঞ্জন চৌধুরী ছাড়াও যাচ্ছেন সাংসদ গৌরব গগৈ। এছাড়া প্রতি দল থেকেই অন্তত একজন করে প্রতিনিধি পাঠানো হচ্ছে। সারাদিন বিভিন্ন এলাকা পরিদর্শন ও আক্রান্তদের সঙ্গে দেখা করে কথা বলবেন সুস্মিতা দেব, কানিমোঝিরা। রবিবার সকাল ১০টায় রাজ্যপালের সঙ্গে দেখা করবে এই প্রতিনিধিদলটি। সেখানেই শনিবারের পরিদর্শন নিয়ে একটি সংক্ষিপ্ত রিপোর্ট দেওয়ার কথা। এছাড়া রাজ্যপালের কাছে INDIA জোটের প্রতিনিধিরা আরজি জানাতে পারেন, রাজ্যে স্থিতাবস্থা ফেরাতে পদক্ষেপ করুক রাজ্যপাল অনসূয়া উইকি। শনি ও রবিবার মণিপুর ঘুরে এসে তাঁরা রিপোর্ট জমা দিতে পারেন। সেইমতো জোটের মধ্যে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার সম্ভাবনা।

[আরও পড়ুন: ৩১ জুলাই রাজ্যের সব বিজেপি সাংসদের সঙ্গে বৈঠক করবেন মোদি, ডাক জিএনএলএফকেও]

এদিকে, মণিপুর নিয়ে বাংলার বিধানসভায় (West Bengal Assembly) শাসক দলের আনা নিন্দাপ্রস্তাব গৃহীত হয়েছে এদিন। আগামী সোমবার এই প্রস্তাবের উপর আলোচনা হবে বলে সচিবালয় থেকে এই সংক্রান্ত বিবৃতিতে ইতিমধ্যে মণিপুরের ঘটনা নিয়ে সে রাজ্যের প্রশাসন ও কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক ব্যর্থতার কথা উল্লেখ করা হয়েছে। সেখানকার সরকারের কাছে মণিপুরে শান্তি প্রতিষ্ঠার দাবিও জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে হিংসার ঘটনায় মহিলাদের উপর সব থেকে আক্রমণ হচ্ছে। তাদের নিশানা করা হচ্ছে। গোটা রাজ্য জ্বলছে। লুঠপাট, অরাজকতা চলছে রাজ্যে। মানুষের ন্যূনতম স্বাধীনতা খর্ব হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত। সন্ত্রাসের পরিস্থিতি তৈরি হয়েছে। হিংসাশ্রয়ী এই সংঘর্ষের ছবি শুধু মণিপুর রাজ্যের না, গোটা দেশের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করেছে।

[আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্ব শীঘ্রই, কেরলের আয়ুর্বেদ কেন্দ্রে হাঁটুর চিকিৎসায় রাহুল]

শাসকদলের ৫ প্রতিনিধি ইতিমধ্যে সেখানে ঘুরে এসে রিপোর্ট দিয়েছে মুখ্যমন্ত্রীকে। তার ভিত্তিতে এই নিন্দাপ্রস্তাব। অমানবিক পরিস্থিতির তীব্র নিন্দা করে রাজ্য বিধানসভা দাবি করেছে, কেন্দ্র অবিলম্বে মণিপুরকে শান্ত করুক। এই বিধানসভার আবেদন, মণিপুরের মানুষ সর্বস্তরে শান্তি আর বিশ্বাস বজায় রাখুক। গত বুধবার বিএ কমিটিতে এই নিন্দা প্রস্তাব পেশ করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক নির্মল ঘোষ, তাপস রায়, বীরবাহা হাঁসদা, জুন মালিয়া, কল্লোল খাঁ, অশোক দেব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement