shono
Advertisement
Punjab

পাঞ্জাবে ছুটছে আপের বিজয়রথ! স্থানীয় ভোটে পিছিয়ে চতুর্থ স্থানে বিজেপি

কংগ্রেস দ্বিতীয় স্থানে রয়েছে এই নির্বাচনে।
Published By: Anustup Roy BarmanPosted: 05:20 PM Dec 18, 2025Updated: 05:51 PM Dec 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি থেকে শুরু হয়েছিল আম আদমি পার্টির বিজয়রথ। সেই দিল্লিতেই ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে থেমেছে আরবিন্দ কেজরিওয়ালের জয়যাত্রা। কিন্তু তাতেও দমানো যায়নি আপকে। এবার পাঞ্জাবের স্থানীয় নির্বাচনে বিপুল জয় পেয়েছে আপ। পাশের দুই রাজ্যে বিধানসভা নির্বাচনে বিরোধীদের ধরাশায়ী করলেও পাঞ্জাবে পিছিয়ে পড়েছে বিজেপি। স্থানীয় নির্বাচনে চতুর্থ স্থানে রয়েছে তাঁরা।

Advertisement

গত ১৪ ডিসেম্বর এই নির্বাচন হয়। বৃহস্পতিবারের ফলাফলে দেখা গিয়েছে পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি জেলা পরিষদ নির্বাচনে বিপুল জয় পেয়েছে। পাশাপাশি, পাঞ্জাবের বেশিরভাগ পঞ্চায়েত সমিতিতেও এগিয়ে রয়েছে তাঁরা। ২২ জেলা পরিষদের ৩৪৭ জোনে এবং ১৫৩ পঞ্চায়েত সমিতির ২ হাজার ৮৩৮ জোনের নির্বাচন হয়।

জেলা পরিষদে, এখন পর্যন্ত ৩১৭টি জোনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে, ২০১টি জোনে আপ জয়লাভ করেছে। ফলাফলে দেখা গিয়েছে, কংগ্রেস ৬০টি জোন জিতে দ্বিতীয় স্থানে রয়েছে। শিরোমণি আকালি দল ৩৯টি জোন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। বিজেপি ৪টি, বিএসপি ৩টি এবং নির্দল ১০টি জিতেছে।

আপের জেতা ২০১টি জোনের মধ্যে রয়েছে, হোশিয়ারপুরে ২২টি, অমৃতসর ও পাতিয়ালায় ১৯টি, তরন তারান ও গুরুদাসপুরে ১৭টি এবং সাঙ্গরুরে ১৫টি জোন। কংগ্রেস গুরুদাসপুর ও লুধিয়ানায় ৮টি, জলন্ধরে ৭টি এবং ফিরোজপুর ও এসবিএস নগরে ৬টি করে জোন জিতেছে। অকালি দল ভাটিন্ডায় ১৩টি, ফরিদকোটে ৫টি এবং অমৃতসর ও মানসায় ৪টি করে জোন জিতেছে। পাঠানকোটে জেলা পরিষদের ৪টি জোন জিতেছে বিজেপি।

অন্যদিকে পঞ্চায়েত সমিতিতে বেশিরভাগ জোনেই আপ এগিয়ে রয়েছে বলে জানা গিয়েছে। পার্টির নেতা কেজরিওয়াল জানিয়েছেন, স্থানীয় নির্বাচনে এই জয় থেকে বোঝা যাচ্ছে গ্রামের মানুষ আপকে ভরসা করছেন। যদিও বিরধীদের তরফে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ করা হয়েছে। এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাঞ্জাবের স্থানীয় নির্বাচনে বিপুল জয় পেয়েছে আপ।
  • পাঞ্জাবে পিছিয়ে পড়েছে বিজেপি।
  • স্থানীয় নির্বাচনে চতুর্থ স্থানে রয়েছে তাঁরা।
Advertisement