shono
Advertisement
Uttar Pradesh

এবার যোগীরাজ্যে বাজি কারখানায় বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৩ শ্রমিকের

এলাকায় একাধিক অবৈধ বাজি কারখানা রয়েছে, দাবি স্থানীয়দের।
Published By: Kishore GhoshPosted: 02:49 PM Apr 26, 2025Updated: 02:49 PM Apr 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে বাজি কারখানায় বিস্ফোরণ মৃত্যুমিছিল অব্যাহত। শনিবার সকালে উত্তরপ্রদেশে একটি আতসবাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৩ শ্রমিকের। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে দুই কিলোমিটার দূরেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ঘটনায় গোটা এলাকা আতঙ্কিত।

Advertisement

শাহরানপুরের জেলাশাসক মণীশ বনসাল জানিয়েছেন, নিহাল খেড়ি গ্রামে ছিল ওই বাজি কারখানাটি। এদিন ভোর সাড়ে চারটে নাগাদ সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ওই সময় কারখানায় বেশ কয়েক জন শ্রমিক ছিলেন। তাঁদের মধ্যে তিন জনের ঝলসে মৃত্যু হয়েছে। বাকিরা গুরুতর আহত। বাড়তে পারে মৃতের সংখ্যা। বিস্ফোরণের কথা জানা মাত্র ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, দমকল এবং ফরেনসিক দল। শুরু হয় উদ্ধারকাজ।

কারখানার সঙ্গে যুক্ত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। যদি বাজি তৈরির লাইসেন্স ছিল মালিকের। এখন প্রশ্ন উঠছে, ছাড়পত্রের বাইরে শব্দবাজি বানাতে গিয়ে বিপত্তি হয়েছে কিনা। বিষয়টি তদন্ত হবে বলে জানানো হয়েছে। যদিও স্থানীয়রা পালটা প্রশাসনের দিকেই আঙুল তুলছে। তাদের দাবি, এই এলাকায় একাধিক অবৈধ বাজি কারখানা রমরমিয়ে চলছে। প্রশাসনের দুর্নীতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কারখানার সঙ্গে যুক্ত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
  • বিস্ফোরণের কথা জানা মাত্র ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, দমকল এবং ফরেনসিক দল।
Advertisement