সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি-সহ গোটা উত্তর ভারতে ধোঁয়াশার বিড়ম্বনা অব্যাহত। মঙ্গলবার ভোরে মথুরায় দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে দৃশ্যমানতা পৌঁছায় প্রায় শূন্যে। তখনই একাধিক বাস ও গাড়ির সংঘর্ষ হয়, আগুন ধরে যায় বেশ কয়েকটি গাড়িতে। এর ফলে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। আহত অন্তত ২৫ জন।
সংঘর্ষের ফলে একধিক বাস-গাড়ি উলটে যায়। বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ভর্তি করেন তারা। দুর্ঘটনার জেরে রাস্তায় যানবাহান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্তা শ্লোক কুমার জানান, গাঢ় কুয়াশার জেরে সাতটি বাস এবং তিন গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে বেশ কয়েকটি গাড়িতে আগুনও ধরে যায়। এর ফলে ১৩ জনের মৃত্যু হয়েছে। ২৫ জন আহত।
উল্লেখ্য, একদিকে শীতের কুয়াশা অন্যদিকে দূষণে জেরবার দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকা। সোমবারও রাজধানীতে বাতাসের গুণমান সূচক (একিউআই) ছিল ৪৫০-এর উপরে। গতকালের মতোই একাধিক বিমান এবং ট্রেন বাতিল হয়েছে। ঘন কুয়াশার জেরে সোমবার সকালেও দিল্লি-মুম্বই জাতীয় সড়কে পরপর কুড়িটি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়। ওই দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছিল। মঙ্গলবার যেন তার পুনরাবৃত্তি হল।
দুর্ঘটনা এড়াতে দিল্লিবাসীকে বেশ কিছু পরামর্শ দিয়েছে প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া গাড়ি রাস্তায় নামতে বারণ করা হয়েছে। একান্তই বেরোতে হলে ধীর গতিতে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। এত করেও অবশ্য দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না।
