shono
Advertisement
Maharashtra

ঘুমন্ত অবস্থায় জামা ছেড়ার 'অপরাধ', ৩ বছরের শিশুকে পিটিয়ে খুন করল মায়ের প্রেমিক!

মদ্যপ অবস্থায় শিশুটিকে পিটিয়ে মারে অভিযুক্ত।
Published By: Kishore GhoshPosted: 04:39 PM Dec 23, 2025Updated: 05:11 PM Dec 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে থাকছিলেন (লিভ-ইন) তরুণী। সেই যুবকের হাতেই খুন হল তরুণীর ৩ বছরের পুত্রসন্তান। শিশুটি ঘুমন্ত অবস্থায় অভিযুক্ত যুবকের জামা ছিড়ে ফেলে। এই 'অপরাধে' ঘুমন্ত অবস্থাতেই তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

মহারাষ্ট্রের সোলপুরের ঘটনা। মৃত্যু হয়েছে ২৮ বছরের শাহনাজ শেখের শিশুপুত্র ফারহানের। ঘুমন্ত অবস্থায় তাকে খুনে অভিযুক্ত আলিয়াস আকবর রাজ্জাক নামের যুবক। ১১ ডিসেম্বর রাতে মদ্যপ অবস্থায় ফারহানের পাশে এক বিছানায় শুয়েছিলেন রাজ্জাক। তখনই জামা ছেড়ার অভিযোগে ৩ বছরের শিশু ফারহানকে চড়-ঘুসি মেরে খুন করেন তিনি।

পরিচারিকার কাজ করা শাহনাজ বাড়ি ফিরলে রাজ্জাক জানায়, খাট থেকে পড়ে গিয়েছে ফারহান। দ্রুত শিশুটিকে সরকারি হাসপাতালে ভর্তি করতে বলেন এক চিকিৎসক। অভিযুক্ত রাজ্জাক মা ও শিশুকে কর্নাটকের বিজাপুরে নিয়ে যান। সেখান একটি বাসস্ট্যান্ড থেকে পালিয়ে যান তিনি। শেষ পর্যন্ত প্রাক্তন স্বামীর সাহায্যে ছেলেকে নিয়ে সরকারি হাসপাতালে যান শাহনাজ। যদিও চিকৎসকরা জানান, ততক্ষণে শিশুর মৃত্যু হয়েছে। পরে শাহনাজের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত আলিয়াস আকবর রাজ্জাককে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মৃত্যু হয়েছে ২৮ বছরের শাহনাজ শেখের শিশুপুত্র ফারহানের।
  • পরিচারিকার কাজ করা শাহনাজ বাড়ি ফিরলে রাজ্জাক জানায়, খাট থেকে পড়ে গিয়েছে ফারহান।
Advertisement