shono
Advertisement
Uttar Pradesh

দ্বাদশের ছাত্রের প্রেমে হাবুডুবু ৩০-এর যুবতী, ধর্ম বদলে বিয়েও করলেন তিন সন্তানের মা!

ধর্ম বদলে শবনম থেকে শিবানী হন যুবতী।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 03:36 PM Apr 10, 2025Updated: 04:25 PM Apr 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম কোনও বাধা মানে না। বয়স, ধর্ম কোনও কিছুর তোয়াক্কা করে না। যা ফের একবার প্রমাণ হয়ে গেল এই ঘটনায়। দ্বাদশ শ্রেণির ছাত্রের প্রেমে পড়লেন বছরের তিরিশের যুবতী। শুধু তাই নয়, ধর্ম বদলে সেই কিশোরকে বিয়ে করলেন তিন সন্তানের মা!

Advertisement

জানা গিয়েছে, বুধবার এই ঘটনা ঘটে উত্তরপ্রদেশে আমরোহা জেলায়। ওই যুবতীর নাম ছিল শবনম। চলতি সপ্তাহেই তিনি ধর্মান্তরিত হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেন। তারপর তাঁর নতুন নাম হয় শিবানী। এর আগে যুবতী দু'বার বিয়ে করেন। প্রথমে মিরাটের এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হয়। বিবাহ বিচ্ছেদের পর তৌফিক নামে এক যুববকে বিয়ে করেন। আগের পক্ষে তিনটি সন্তানও রয়েছে যুবতীর।

এরই মধ্যে বছর আঠেরোর ওই কিশোরের সঙ্গে আলাপ হয় শিবানীর। দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ে করে এক সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন তাঁরা। পুলিশ সূত্রে খবর দ্বাদশ শ্রেণির ওই ছাত্রকে বিয়ে করতেই শবনম গত শুক্রবার তৈফিকের থেকে তালাক নিয়ে নেন। এরপর ধর্ম বদলে শিবানী হন। তারপর একটি মন্দিরে গিয়ে কিশোরকে বিয়ে করেন। তবে দু'জনের এই সম্পর্ক মেনে নিয়েছেন কিশোরের মা-বাবাও। তাঁরা জানিয়েছেন, "ছেলে খুশি থাকলেই আমরা খুশি।" প্রসঙ্গত, উত্তরপ্রদেশে ধর্মান্তকরণ বিরোধী আইন বলবৎ রয়েছে। জোর করে কাউকে ধর্মান্তরিত করলে কড়া শাস্তির মুখে পড়তে হয়। পুলিশ জানিয়েছে, কোন পরিস্থিতিতে ওই যুবতী ধর্ম বদল করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তাই এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রেম কোনও বাধা মানে না। বয়স, ধর্ম কোনও কিছুর তোয়াক্কা করে না। যা ফের একবার প্রমাণ হয়ে গেল এই ঘটনায়।
  • দ্বাদশ শ্রেণির ছাত্রের প্রেমে পড়লেন বছরের তিরিশের যুবতী।
  • শুধু তাই নয়, ধর্ম বদলে সেই কিশোরকে বিয়ে করলেন তিন সন্তানের মা!
Advertisement