shono
Advertisement
Bihar

বিহারে ছট উদযাপনে মর্মান্তিক দুর্ঘটনা, গঙ্গায় স্নানে নেমে তলিয়ে গেল ৪ নাবালক

শোকপ্রকাশ নীতীশ কুমারের।
Published By: Kishore GhoshPosted: 09:03 PM Oct 27, 2025Updated: 09:05 PM Oct 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পড়শি রাজ্যের ছট পুজোর আনন্দ ভয়ংকর শোকে পরিণত হল। বিহারের ভাগলপুরে জেলায় গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ৪ নাবালক। ইসমাইল থানা এলাকার নবটোলিয়াতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

Advertisement

নৌগাছিয়ার পুলিশ সুপার প্রেরণা কুমার জানান, গঙ্গা তীরের কাছে ছাথু সিং টোলা গ্রামের বাসিন্দা ওই ৪ শিশু-কিশোর। ছট পুজোর দিন পরিবারের লোকেদের সঙ্গেই গঙ্গার ঘাটে এসেছিল তারা। নদীতে স্নানে নেমে হঠাৎই পা পিছলে পড়ে যায় চার নাবালক। তাদের উদ্ধারে দ্রুত ডুবুরি নামানো হয়। তারাই জল থেকে উদ্ধার করেন চার শিশুকে। তড়িঘড়ি শিশু-কিশোরদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা জানান, ইতিমধ্যে মৃত্যু হয়েছে চার জনেরই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশু-কিশোরদের বয়স ১০-১৫ বছরের মধ্যে। উৎসবের আমেজের এমন ঘটনায় শোকে বিহ্বল পরিবারের লোকেরা। দুর্ঘটনার কথা জানতে পেরে শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নৌগাছিয়ার পুলিশ সুপার প্রেরণা কুমার জানান, গঙ্গা তীরের কাছে ছাথু সিং টোলা গ্রামের বাসিন্দা ওই ৪ শিশু-কিশোর।
  • মৃত শিশু-কিশোরদের বয়স ১০-১৫ বছরের মধ্যে।
Advertisement