সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল একটি চারচাকা গাড়ি। মৃত্যু হয়েছে ৪ জন কলেজ পড়ুয়ার। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার (Telangana Accident) রাঙ্গা রেড্ডি জেলায়। কিন্তু কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, এদিন রাতে একটি সাদা চারচাকা গাড়ি করে ওই পাঁচজন পড়ুয়া ফিরছিলেন। মির্জাগুদা গেটের কাছে আসতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এরপর সেটি একটি গাছে আঘাত করে। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ফলে যাত্রীরা গাড়ির ভিতর থেকে বেরোনোর কোনও সুযোগই পাননি। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয়ছে চারজনের। গুরুতর আহত অবস্থায় আরও এক তরুণীকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন। দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। তার ফলেই এই বিপত্তি। তবে সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা।
