সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ গাড়ি দুর্ঘটনা মধ্যপ্রদেশে। ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু মধ্যপ্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বালা বচ্চনের মেয়ে-সহ তিনজনের। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম প্রেরণা বচ্চন, প্রখর কাসলিওয়াল ও মান সান্ধু। অনুষ্কা শেট্টি নামে এক মহিলা গুরুত্বর আহত। তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। শুক্রবার ভোরে একটি পার্টি থেকে ফিরছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বালা বচ্চনের মেয়ে প্রেরণা ও তাঁর সঙ্গীরা। রালামণ্ডল এলাকায় তেজাজিনগর বাইপাসে তাঁদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।
নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ও প্রেরণাদের গাড়িটির সংঘর্ষ বাধে। অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় প্রেরণাদের গাড়িটি। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। উদ্ধার কার্যে হাত লাগান তাঁরা। খবর পেয়ে ছুটে আসে পুলিশও। আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে প্রেরণা-সহ ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। খবর পাওয়ার পরই মর্গে ছুটে যান প্রেরণার পরিবার। শোকের ছায়া নেমে এসেছে প্রাক্তন মন্ত্রীর পরিবারে। এদিকে কী করে দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ট্রাক চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
