সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথ দুর্ঘটনায় আহতদের সাহায্য করতে গিয়ে মৃত্যু হল চারজনের। আহত হয়েছেন আরও আট জন। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে রাজস্থানের দুঙ্গারপুর জেলার সাবলা থানা থেকে কিছুটা দূরে।
সাবলা থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রঘুবীর সিং বলেন, “একটি ছোট গাড়ি করে একটি বিয়েবাড়ি থেকে ফিরছিলেন কয়েকজন। পিন্ডাওয়াল হিলাওদিগ কাছে এসে তাঁদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। শিশু-সহ গাড়িতে থাকা সকলেই কমবেশি আহত হন।”
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় স্থানীয় কিছু বাসিন্দা ওই রাস্তা হয়ে যাচ্ছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন আহতদের উদ্ধার করতে এগিয়ে যান। তাঁরা যখন আহতদের উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে চাপাচ্ছিলেন সেই সময় দ্রুত গতিতে আসা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বিদ্যুতের পোলে ধাক্কা দেয়। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেয় উদ্ধারকারীদের।
তড়িঘড়ি সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় চারজনের। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তিরাও একটিু বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিলেন। দুর্ঘটনাগ্রস্থ ছোটো গাড়িটিকে দেখে তাঁরা সকলে সেখানে দাঁড়িয়ে পড়েন। এমনকি ফোন করে অ্যাম্বুল্যান্সও ডাকেন। এরপর আহতদের উদ্ধার করতে গিয়ে নিজেরাই দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনাগ্রস্থ গাড়িগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘাতক গাড়িটির চালক পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
