সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক! লিফট দুর্ঘটনায় প্রাণ গেল চার বছরের শিশুর। দাবি, লিফটের দরজায় আটকে মাথা থেঁতলে মৃত্যু হয়েছে তার। কিছুক্ষণ পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বুধবার রাতে ভয়ংকর ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের আসিফনগর থানা এলাকার একটি বহুতলে।

কীভাবে ঘটল এমন মর্মান্তিক ঘটনা? পুলিশ সূত্রে জানানো হয়েছে, মৃত শিশুটির নাম নরেন্দ্র। তার বাবা বহুতলের নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করেন। বুধবার রাতে ১০টা নাগাদ লিফটে খেলা করছিল নরেন্দ্র। সেই সময় অন্যতলা থেকে লিফটের বোতাম টেপেন কেউ। দরজাতে আটকে যায় শিশুটি। দেওয়ালে মাথা থেঁতলে যায় তার।
সাধারণত যে কোনও লিফটের দরজা খোলা থাকলে তা উপরে বা নিচে যায় না। সেই অবস্থায় কেউ বোতাম টিপলে শব্দ হতে থাকে। এর থেকে উন্নত লিফটে অর্থাৎ স্বয়ংক্রিয় লিফটগুলিতে সেন্সর অনেক উন্নত মানের হয়। কেউ মাঝে দাঁড়িয়ে থাকলে বা পা দিয়ে রাখলে দরজা সাধারণত বন্ধ হয় না। এক্ষেত্রে দরজা কী করে বন্ধ হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছে তারা।
কিছুদিন আগে হায়দরাবাদেই এইভাবেই লিফটে আটকে যায় এক ছ'বছরের শিশু। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফের একই ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে।