সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাস (Corona Virus)-এর প্রকোপে গুজরাটে ফের মৃত্যু হল ৪৫ বছরের এক মহিলার। এর ফলে রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়। মৃত ওই মহিলার বাড়ি গুজরাটের ভাবনগরে বলে জানা গিয়েছে। এর ফলে এখনও পর্যন্ত গোটা দেশে এই মারণ ভাইরাসের বলি হলেন মোট ৩০ জন মানুষ।
এপ্রসঙ্গে গুজরাটের স্বাস্থ্য সচিব জয়ন্তী রবি বলেন, ৪৫ বছরের ওই মহিলার শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়ার পরেই ভাবনগরের একটি হাসপাতালে ভরতি করা হয়েছিল। রবিবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন দু’সপ্তাহ আগে ওই মহিলা স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তার জেরে ওনার শরীর এমনিতেই দুর্বল ছিল। এর মাঝেই কয়েকদিন আগে ওই মহিলার শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া যায়।
[আরও পড়ুন: ‘লকডাউনের সময়সীমা বাড়ানোর কোনও পরিকল্পনা নেই’, ঘোষণা কেন্দ্রের শীর্ষ আমলার ]
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, করোনা ভাইরাসের ফলে এখনও পর্যন্ত আমেদাবাদে তিনজন, ভাবনগরে দুজন ও সুরাটে একজনের মৃত্যু হয়েছে।
[আরও পড়ুন: লকডাউনে করোনা আক্রান্তদের দিতে হবে সবেতন ছুটি, ঘোষণা নয়ডা প্রশাসনের]
The post গুজরাটে ফের করোনোর বলি ৪৫ বছরের মহিলা, রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় appeared first on Sangbad Pratidin.
