সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরীতে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়াল বাঙালি পর্যটকের একটি দল! অভিযোগ, জগন্নাথ দর্শনে গিয়ে নিয়ম ভেঙেছেন ৫ বঙ্গ পর্যটক। পুলিশ কর্মী বাধা দেওয়ায় তাঁকে মারধরের অভিযোগ উঠেছে। পালটা পর্যটকের দলটির দাবি, ওই পুলিশ কর্মী তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। দুই পক্ষই সিংহদ্বার থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা গুপ্তেশ্বর রুত্রে নামে এক পুলিশ কর্মী শনিবার ঘন্টিদ্বারে কর্মরত ছিলেন। সকাল ৯টা নাগাদ ৫ বাঙালি পর্যটক জগন্নাথ দর্শনে যান। অভিযোগ, পুণ্যার্থীদের বেরনোর পথ দিয়ে তাঁরা মন্দিরে ঢোকার চেষ্টা করেন। গুপ্তেশ্বর তাঁদের আটকানোর চেষ্টা করেন। সেই সময় দুপক্ষের মধ্যে বচসা বাঁধে। যা পরে হাতাহাতিতে গড়ায়। সূত্রের দাবি, দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। তখনই চোট পান পুলিশ কর্মী।
যদিও পর্যটকদের দাবি, ঘণ্টিদ্বারের কাছে ভিড় ছিল। সেখানে তাঁরা আটকে গিয়েছিলেন। বের হতে পারছিলে না। সেই সময় পুলিশ কর্মী তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁরা। প্রকৃত ঘটনার তদন্ত করে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে ওড়িশা পুলিশ।