shono
Advertisement

হিমঘরে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাসে মৃত ৫

বুধবার দুপুরে আচমকা প্রচণ্ড বিস্ফোরণে ধসে পড়ে কাটিয়ার হিমঘরের বিল্ডিংটি
Posted: 08:56 PM Mar 15, 2017Updated: 04:02 PM Mar 15, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানপুরের শিবরাজপুরে আচমকা বিস্ফোরণে ভেঙে পড়ে স্থানীয় একটি হিমঘর। এরপরই সেখান থেকে বের হতে শুরু করে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস। বুধবারের ঘটনা। ইতিমধ্যেই পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সূত্রের খবর। কমপক্ষে ৯ জন এখনও ওই হিমঘরের ভিতর আটকে আছে বলে খবর পাওয়া গিয়েছে। উদ্ধারকাজ চলছে।

Advertisement

বুধবার দুপুরে আচমকা প্রচণ্ড বিস্ফোরণে ধসে পড়ে কাটিয়ার হিমঘরের বিল্ডিংটি। এরপরই ক্রমাগত অ্যামোনিয়া গ্যাস বের হতে শুরু করে। পরিস্থিতি ক্রমেই ঘোরালো হয়ে ওঠে। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আরও পাঁচজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চারজনকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি।

ঘটনাস্থলে ১০টি অ্যাম্বুল্যান্স আনা হয়েছে। রয়েছে বিরাট পুলিশবাহিনীও। উদ্ধার কাজ চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement