সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতারাতি ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯। রবিবার কেরলে আরও পাঁচ জন আক্রান্তের হদিশ মিলেছে। তাঁদের মধ্যে একজন শিশু। পাঁচজনকেই কেরলের হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা শুরু হয়েছে। এদিন সকালে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা।
আক্রান্তদের মধ্যে তিনজন সম্প্রতি ইটালি থেকে ফিরেছেন। বিমামবন্দরে তাঁরা নিজেদের ভ্রমণ বৃত্তান্ত জানায়নি বলেই জানিয়েছেন কেরলে স্বাস্থ্যমন্ত্রী। ফলে সেইসময় তাঁদের স্ক্রিনিং করা হয়নি। এমনকী তাঁদের হাসপাতালে যেতে বলা হলেও কথা শোনেননি ওই তিন জন। পরে তিন জনের দেহেই কোভিড-১৯ এর হদিশ মেলে। এদিকে বিদেশ থেকে ফেরার পরেই তাঁরা একাধিক আত্মীয়ের সঙ্গে দেখা করেছিলেন। তাঁদের মধ্যে দুজনের দেহে সংক্রমণের লক্ষ্মণ মিলেছে। বিভিন্ন হাসপাতালে তাঁদের কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। এদিকে কেরলে এর আগেও তিন বিদেশ ফেরতের দেহে করোনার সংক্রমণের প্রমাণ মিলেছিল। পরে তাঁরা সুস্থ হয়েও ফিরে গিয়েছেন।
[আরও পড়ুন : বিস্ফোরক অভিযোগ ধর্মেন্দ্রর বিরুদ্ধে, অভিনেতার রেস্তরাঁ বন্ধ করল প্রশাসন]
ভারতে ক্রমশ চওড়া হচ্ছে করোনান থাবা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। তৈরি হচ্ছে কোয়ারেনন্টাইন সেন্টারও। বিদেশ ফেরত বিমানযাত্রীদের থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। হাসপাতালগুলিতে আইসোলেশন সেন্টার তৈরি রাখা হয়েছে। সংক্রমণ এড়াতেও একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
[আরও পড়ুন : বিস্ফোরক অভিযোগ ধর্মেন্দ্রর বিরুদ্ধে, অভিনেতার রেস্তরাঁ বন্ধ করল প্রশাসন]
The post কেরলে করোনা সংক্রামিত আরও পাঁচ, আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৯ appeared first on Sangbad Pratidin.
