shono
Advertisement
Bihar

বিয়ে বাড়ির আনন্দ বদলে গেল বিষাদে, ভয়ংকর পথদুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের ৮ জনের

ঘটনার পর থেকে পলাতক ট্রাক্টরটির চালক।
Published By: Subhodeep MullickPosted: 09:06 PM May 06, 2025Updated: 09:06 PM May 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনন্দের মুহূর্ত এক নিমেষে বদলে গেল বিষাদে। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের আটজনের। আহত হয়েছেন আরও দুই যাত্রী। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বিহারের কাটিহার জেলায়। দেহগুলিকে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এদিন রাতে চারচাকা গাড়িটি ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে আসছিল। সামেরি ব্লক অফিসের কাছে আসামাত্রই উলটো দিক থেকে আসা একটি ট্রাক্টর গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। এরপরই চারচাকাটি রাস্তার উপরই উলটে যায়। বিকট আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে তাঁরা আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আট জনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় আরও দু'জন সেখানেই চিকিৎসাধীন। তবে ঘটনার পর থেকে পলাতক ওই ট্রাক্টরের চালক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। মনে করা হচ্ছে, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁর ভুলেই এই দুর্ঘটনাটি ঘটেছে।

এ প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বলেন, "যাত্রীরা প্রত্যেকেই সুপৌল জেলার বাসিন্দা। দুর্ঘটনাটির মাত্রা অনেকটাই বেশি ছিল। ফলে অনেকের দেহ শনাক্ত করা কঠিন হয়ে গিয়েছে। আমরা গোটা ঘটনাটির তদন্ত করে দেখছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আনন্দ মুহূর্তেই বদলে গেল বিষাদে।
  • বিয়ে বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল আট জনের।
  • আহত হয়েছেন আরও দুই যাত্রী। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বিহারের কাটিহার জেলায়।
Advertisement