সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাওবাদমুক্ত ভারতের লক্ষ্যে শনিবার কেন্দ্রীয় বাজেটে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাৎপর্যপূর্ণভাবে আজকের দিনেই ছত্তিশগড়ের বিজাপুরে মাও-বিরোধী অভিযানে মৃত্যু হল ৮ মাওবাদীর। যৌথবাহিনীর তরফে এদিন অভিযান চালানো হয় বিজাপুরের তোড়কা এলাকায়। এখনও ওই এলাকায় বেশ কয়েকজন মাওবাদী লুকিয়ে রয়েছে বলে খবর। গোটা এলাকা ঘিরে ফেলে চলছে তল্লাশি অভিযান।
সংবাদমাধ্যম সূত্রের খবর, গঙ্গালুর থানার জঙ্গলঘেরা তোড়কা এলাকায় মাওবাদীদের একটি দল ঘাঁটি গেড়েছে বলে গোপন খবর এসেছিল গোয়েন্দাদের কাছে। সেইমতো গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযানে নামে ডিআরজি, এসটিএফ, কোবরা ২০২ ও সিআরপিএফের ২২২ ব্যাটেলিয়ান। সকাল ৮.৩০ থেকে শুরু হয় এই অভিযান। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে এবং পিছু হঠার জায়গা না থাকায় মরিয়া হয়ে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষণ ধরে দুপক্ষের গুলির লড়াই চলার পর ৮ মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
এখনও ওই এলাকায় গুলির লড়াই চলছে বলে জানিয়েছে আইজি সুন্দররাজ পি। ৮ মাওবাদীর মৃতদেহ উদ্ধারের পাশাপাশি তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অনুমান করা হচ্ছে, এই মাওবাদীদের দলে একাধিক শীর্ষ মাওবাদী নেতা রয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতিককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক বার দাবি করেছেন, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদী শূন্য হবে দেশ। সেই লক্ষ্যে মাও বিরোধী অভিযানে ব্যাপক জোর দিয়েছে নিরাপত্তাবাহিনী। অভিযানে যাতে কোনও খামতি না থাকে সেই লক্ষ্যে এবছর ২৪৬৩.৬২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। লক্ষ্য অত্যন্ত স্পষ্ট, দেশ থেকে অতিবামকে সমূলে উপড়ে ফেলা। তাতে সাফল্যও মিলতে শুরু করেছে। ২০২৪ সালে ২৯০ জন মাওবাদীকে নিকেশ করেছিল আধাসেনা। চলতি বছরে মাত্র একমাসেই ৪৮ জন মাওবাদীর মৃত্যু হয়েছে দেশের মধ্যভাগে।
