সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিড ডে মিলে (Mid-day meal) মিলল মরা টিকটিকি (Lizard)! যার জেরে অসুস্থ ৮০ জন পড়ুয়া। তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্ণাটকের (Karnataka) হাভেরি জেলার এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।
ঠিক কী হয়েছিল? রাজ্যের ভেঙ্কটাপুরা টান্ডা গ্রামের এক সরকারি স্কুলে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ে মিড ডে মিল খাওয়ার পরে। রানিবেন্নুর শহরের সরকারি হাসপাতালে দ্রুত ভরতি করা হয় অসুস্থ পড়ুয়াদের। ভরতি হওয়া ৮০ জনের মধ্যে ৭৮ জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও দু’জন পড়ুয়ার অবস্থা এখনও আশঙ্কাজনক।
[আরও পড়ুন: এ কী কাণ্ড! উত্তোলনের আগেই কংগ্রেসের পতাকা খুলে পড়ল সোনিয়ার হাতে! ভিডিও ভাইরাল]
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, যখন পড়ুয়াদের দুপুরের খাবার পরিবেশন করা হচ্ছিল, সেই সময় এক পড়ুয়ার সম্বরে টিকটিকি পাওয়া যায়। ওই পড়ুয়া সঙ্গে সঙ্গে চিৎকার করে সকলকে সতর্ক করে দেয়। যদিও এরপরই সে বমি করা শুরু করে। কিছুক্ষণের মধ্যেই অন্য পড়ুয়ারাও অসুস্থ হয়ে পড়ে।
স্বাভাবিক ভাবেই এমন এক ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। কী করে এতটা অমনোযোগী হলেন মিড ডে মিল রান্নার সঙ্গে যুক্তরা, তা নিয়ে প্রশ্ন উঠছে। জেলা প্রশাসনের তরে নির্দেশ দেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষের অবহেলার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার জন্য।
কয়েক মাস আগে একই ভাবে মরা টিকটিকি পাওয়ার ঘটনা ঘটেছিল তামিলনাড়ুর এক সরকারি স্কুলে। রাজ্যের তিরুচোপুরমে ১৭টি শিশু অসুস্থ হয়ে পড়েছিল মিড ডে মিল খেয়ে। প্রত্যেকের মধ্যেই ঝিমুনি লক্ষ করা গিয়েছিল। পরে খাবারের মধ্যে টিকটিকি পাওয়া যায়। তাদেরও হাসপাতালে ভরতি করা হয়েছিল।
এদিকে কয়েক সপ্তাহ আগে তামিলনাড়ুর আরেক সরকারি স্কুলেও পোকাভরতি পচা ডিম পাওয়া গিয়েছিল। কেজি স্কুলের খুদে পড়ুয়াদের জন্য পরিবেশিত খাদ্যে ওই পচা ডিম ছিল। যা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল।