সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার বিজেপিশাসিত রাজ্যের অমানবিক ছবি উঠে এসেছে শিরোনামে। মধ্যপ্রদেশের চাতারাপুরে একটি সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে হেনস্তার শিকার হলেন এক বৃদ্ধ। হাসপাতাল চত্বর থেকে ওই বৃদ্ধকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে আসা হয় বলে অভিযোগ। পাশাপাশি চড়, লাথি মারা হয় বলেও অভিযোগ করেছেন ৮০ বছর বয়সি উদ্ভব সিং যোশী।
উদ্ভবের কথায়, “স্ত্রীকে সঙ্গে নিয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিলেন। সেখানে গিয়ে একটি লাইনে দাঁড়িয়ে ছিলেন।” তাঁর দাবি, “এমন সময় রাজেন মিশ্র নামে একজন ডাক্তার এসে প্রথমে খারাপ ব্যবহার করতে শুরু করেন। তারপরেই বলেন আপনারা লাইনে দাঁড়ানোর সময় নিয়ম ভঙ্গ করেছেন।” এরপরই ওই ডাক্তার তাঁকে লাথি, চড় মারতে শুরু করেন। পাশাপাশি তাঁর স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ উদ্ভবের।
বিষয়টি নিয়ে ওই হাসপাতালের চিকিৎসক জিএল আহিওয়ার বলেন, “হাসপাতালের এক চিকিৎসকের সঙ্গে একজন বৃদ্ধের কথা কাটাকাটি হয়েছে একথা সত্য। তবে তিনি মারধরের যে অভিযোগ করছেন সেটা পুরোপুরি মিথ্যা।”
উল্লেখ্য, সমাজমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় একজন বৃদ্ধকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। পরে জানা যায় গত ১৭ এপ্রিলের মধ্যপ্রদেশের চাতারাপুরে একটি সরকারি হাসপাতালে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় লেগেছে রাজনীতির রংও। বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদবকে কটাক্ষ করেছে কংগ্রেস। কংগ্রেসের মুখপাত্র অভিনব বারোলিয়ার বক্তব্য, “চাতারাপুরের সরকারি হাসপাতালের ঘটনায় একটা বিষয় পরিষ্কার যে, মোহন সরকার রাজ্যবাসীকে সঠিক চিকিৎসা পরিষেবা দিতে পুরোপুরি ব্যর্থ। এই সরকার পুরোপুরি জঙ্গলরাজ চালাচ্ছে।”
বিষয়টি নিয়ে জবাব দিয়েছে পদ্মশিবির। বিজেপি নেতা অজয় যাদব বলেন, “জেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”
