সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তেরো জনের। মৃতদের মধ্যে ৯ জন মহিলা এবং চার শিশু। গুরুতর আহত আরও এগারো জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার গভীর রাতে ছত্তিশগড়ের রায়পুরে ট্রাক ও ট্রেলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
জানা গিয়েছে, রায়পুর জেলার চাউতদ গ্রাম থেকে বেশ কয়েকজন বাসিন্দা বাঁশরী গ্রামে গিয়েছিলেন একটি অনুষ্ঠানে যোগ দিতে। একটি ট্রাকে করে সেখান থেকে ফিরছিলেন সকলে। ট্রাকটি রায়পুর-বালোদাবাজার রোড হয়ে সারাগাঁওয়ের কাছে পৌঁছলে একটি ট্রেলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সেখানেই ১৩ জনের মৃত্যু হয়। এই ঘটনার পর স্থানীয়রা এসে প্রথমে উদ্ধারকাজ শুরু করে। পরে পুলিশ পৌঁছে আহতদের ড. ভিমরাও আম্বেদকর হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে।
এই দুর্ঘটনার পর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে শোকপ্রকাশ করা হয়েছে। পাশাপাশি মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকার ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। শোকপ্রকাশ করছে প্রধানমন্ত্রীর দপ্তরও। পিএমও-র তরফেও মৃতদের পরিবারকে দুই লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণের কথা জানানো হয়েছে।
জেলাশাসক গৌরব সিং জানান, কীভাবে দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটেছে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কোনও একটি গাড়ির ব্রেক ফেল করায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তাছাড়া কোনও গাড়ির চালক ঘুমিয়ে পড়ার কারণেও দুর্ঘটনা ঘটতে পারে বলেও মনে করা হচ্ছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে দুর্ঘটনায় একই গ্রামের এগারো জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চাউতদ গ্রামে।
